এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১২ এপ্রিল : আইপিএল ২০২৪-এর ২৫ তম ম্যাচে, মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে।বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আরসিবি প্রথমে ব্যাট করে, দিনেশ কার্তিক ৫৩ রানে নট আউট, রজত পতিদার ৫০ এবং অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের ৬১ রানের সহায়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে।
জয়ের জন্য ১৯৭ রানের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে মুম্বাই ২৫.৩ ওভারে ১৯৯ রান করে, অর্থাৎ ২৭ বল বাকি থাকতেই, সূর্যকুমার এবং ইশান কিশানের দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে লক্ষ্যে পৌঁছে যায়।আরসিবি । এই নিয়ে পঞ্চমবারের মতো পরাজয় স্বীকার করল আরসিবি। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ইশান কিষান। কিশানের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৭টি চার। সূর্যকুমার যাদবও ১৯ বলে ৫২ রান করেন। রোহিত শর্মা ৩৮ রান, অধিনায়ক হার্দিক পান্ডিয়া অপরাজিত ২১ এবং থিলক ভার্মা ৬ বলে ১৬ রান করেন।।