এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ এপ্রিল : দুর্গাপূজোর পর এবার ঈদে সিভিক ভলান্টিয়ারদের দেওয়া বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ‘এক কাজ এক বোনাস’-এর দাবি তুলে এবারের ঈদের বোনাসে কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পৃথক বোনাস দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন । নিজের এক্স হ্যান্ডেলে বিরোদী দলনেতা সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে লিখেছেন,’আমি এক চাকরি এক বোনাস দাবি করছি । দুর্গাপূজার সময় সিভিক ভলান্টিয়ারদের জন্য বোনাসের পরিমাণ কলকাতা পুলিশ – ৫,৩০০ টাকা, রাজ্য পুলিশ – ২,০০০ টাকা ।ঈদুল ফিতরের সময় কিছু পুলিশ জেলায় বোনাস দেওয়া হয়েছে ৫,৩০০ টাকা এবং অন্যান্য জেলায় ৬,০০০ টাকা করে দেওয়া হয়েছে ।
শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কেন এই বৈষম্য? সমস্ত সিভিক ভলান্টিয়ারের কাজের বিবরণ এবং দায়িত্ব একই, তাহলে তাদের দেওয়া বোনাসের পরিমাণ একই নয় কেন? আমি মাননীয় সচিবকে অনুরোধ করছি যে এই বৈষম্যের অবসান ঘটাতে এবং উৎসবের সময় সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করা আমাদের সকল বোন ও ভাইদের সমানভাবে অর্থ প্রদান করুক রাজ্যের গৃহমন্ত্রক । পাশাপাশি তিনি ওয়েস্টবেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিশ্বজিৎ রাউথের রাজ্য পুলিশের ডিজিপির কাছে পাঠানো প্রতিবাদপত্র এবং বাঁকুড়া ও মেদেনীপুর থানার সিভিক ভলান্টিয়ারদের বোনাসপ্রাপ্তির প্রমানও শেয়ার করেছেন ।
এর আগে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস দেওয়ার জন্য রাজ্য সরকারের নির্দেশিকা প্রকাশ্যে এনে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দুর্গাপূজার সময় কলকাতা পুলিশের সিভিকের ৫,৩০০ টাকা রাজ্য পুলিশের সিভিকদের ২,০০০ টাকা করে বোনাস দিয়েছিল রাজ্য সরকার । এবারের ঈদেও বিভিন্ন জেলায় বোনাসের বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ তাঁর । জেলস ভিত্তিক বোনাসের তালিকাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ।।