এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,১১ এপ্রিল : বৃহস্পতিবার হরিয়ানার মহেন্দ্রগড়ে স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশুর মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ২০ জন । জানা গেছে,বেপরোয়া গতিতে যেতে গিয়ে কানিনা শহরে একটি গাড়িকে ওভারটেক করার সময় বাসটি রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে । মহেন্দ্রগড়ের পুলিশ সুপার আরশ ভার্মা পিটিআইকে জানিয়েছেন যে বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। চালক মদ্যপ ছিল কিনা জানতে তার ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।’ তিনি আরও বলেন,ঈদের ছুটির দিন স্কুল কেন খোলা ছিল তা আমরা খতিয়ে দেখছি।’ দুর্ঘটনার পরেই হরিয়ানার শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন,’হরিয়ানার মহেন্দ্রগড়ে যে বাস দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমার সমবেদনা সেই সমস্ত পরিবারের প্রতি যারা এই দুর্ঘটনায় তাদের সন্তানদের হারিয়েছে। সেই সাথে আহত সকল শিশুর দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিযুক্ত রয়েছে।’।