জর্জ চৌধুরী
জল সংরক্ষণের ক্ষেত্রে সারা দেশের মধ্যে অনন্য নজির তৈরী করলো দেওঘরের সৎসঙ্গ আশ্রম।এই কারণে ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনে প্রদত্ত ‘ন্যাশানাল ওয়াটার অ্যাওয়ার্ড-২০১৯’-এর প্রথম পুরষ্কার লাভ করলো শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত ‘সৎসঙ্গ’।এই খবর জানান কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনস্থ ওয়াপকস্ লিমিটেডের পক্ষে দীপেন্দর লাম্বা।
ঝাড়খন্ডের দেওঘর সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে জানা যায় যে,জল বাঁচানো থেকে জলকে সংরক্ষণ করার জন্য এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক বহু ধরনের কাজ করা হয়েছে।সৎসঙ্গের আচার্যদেব অশোক চক্রবর্তী ওরফে শ্রী শ্রী দাদার ঐকান্তিক ইচ্ছায় বিশাল এই কর্মকান্ডের বাস্তব রূপ দেন তাঁরই জ্যেষ্ঠ পুত্র অর্কদ্যুতি চক্রবর্তী(বাবাই দাদা) ।
কিভাবে সম্ভব হয়েছে? জানা গিয়েছে দেওঘরের সৎসঙ্গ আশ্রমের বিশাল চত্বর জুড়ে যেসব ভবনগুলি রয়েছে সেই ভবনগুলির সবকটির ছাদের ওপর পড়া বৃষ্টির জল যাতে একটুও নষ্ট না হয় সেই দিকটির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।সৎসঙ্গ নগরে বাড়ির ছাদের উপর পড়া বৃষ্টির জলকে পাইপের মাধ্যমে মাটির গভীরে পাঠিয়ে দিয়ে ওয়াটার লেভেল রিচার্জের ব্যবস্থা করা হয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকা ড্রাই জোন এরিয়া হওয়া সত্বেও বর্তমানে জলের সেই সমস্যা নেই।এখন গ্রীষ্মকালেও কুয়ো বা চাপাকলে জল থাকে।জলের স্তরও বেড়েছে বলেও মন্ত্রক সূত্রে খবর।
এই ভাবনার জন্য এবং তার পাওয়ার পর ভারত সরকারের জলশক্তি মন্ত্রক সৎসঙ্গকে‘সেরা আধ্যাত্মিক কল্যাণকামী প্রতিষ্ঠান’ রূপে স্বীকৃতি দেয় বলে জানা গিয়েছে।