নারীদের জন্য নিৰ্দিষ্ট দিন
কয়েক ঘন্টা শুধু পার
টেনেই দিলে সীমারেখা
বলা যাবে না কিছু আর?
নারী মানে তো গোটা জন্ম
চোকাতে পারবে কে তার ঋণ?
নারী মানে তো আটা মাখা হাতে
মননে চৰ্চা নিদ্রাহীন
নারী মানে পিঠে কালসিটে দাগ
সবার শেষে কুড়োনো ভাত
সব সয়ে সে থেকে যেতে চায়
সে যে এক মায়ার জাত।
সংসারে যত বিপদ নামে
সব দোষারোপ তার ই হয়
সে নারী যখন নিজে বিপন্ন
তখন সে দোষ কার হয়?
বুকের ভিতর রক্ত ক্ষরণ
নীরবতা লেখে অভিমান
শুক্ত ঝোলে তবু মাতে সে
ছিঁড়তে পারে না পিছুটান।
তোমরা যারা নারীর জন্য
বেঁধে দিলে একটা দিন
না হয় একটাই দিন মান দিও তার
আমৃত্যু সে শুধবে ঋণ।
অলিতে গলিতে কাঁচা রক্ত
দেশের চোখে নিম্নচাপ
আজ একবিংশতেও দাঁড়িয়ে বলি
নারীজন্ম মহাপাপ……