এইদিন ওয়েবডেস্ক,নেদারল্যান্ডস,১১ এপ্রিল : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে উদ্যোগী হয়েছে নেদারল্যান্ডস । সম্প্রতি নেদারল্যান্ডসের অর্থ ও রাজস্ব মন্ত্রী হেনি ডি ভ্রিসের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ আওরঙ্গজেবের মধ্যে একটি বৈঠক হয় । ওই বৈঠকে পাকিস্তান ও নেদারল্যান্ডের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর । হেনি ডি ভ্রিস দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, মূল্যবোধ ও সহযোগিতার ইতিহাস তুলে ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব দেন ।
এদিকে এই বৈঠকের পর নেদারল্যান্ডের ডানপন্থী দলের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটি ভুলে যান। পাকিস্তান একটি ইসলামিক সন্ত্রাসী রাষ্ট্র । অনেক মোল্লারা আমার বিরুদ্ধে ফতোয়া জারি করে রেখেছে,যারা আমাকে জবাই করতে চায় এবং তাদের গ্রেফতার, বিচার ও জেলে পাঠাতে কোনো সহযোগিতাই করতে চায়না পাকিস্তান ।’
প্রসঙ্গত, ইসলামিক কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের ঘোর বিরোধী ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স । বহুবার তিনি কোরান ও ইসলামের নবীর আদর্শকে প্রশ্নচিহ্নের মুখে তুলেছেন । ইসলামের নবীর ৬ বছরের এক কিশোরীকে বিয়ে করা নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যের পর যখন বিশ্বের ইসলামী রাষ্ট্রগুলি ভারতের বিরুদ্ধে যখন বিষোদগার করতে শুরু করে তখন নুপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন গির্ট ওয়াইল্ডার্স । এ কারণে পাকিস্তান থেকে বহুবার প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হয় । নিজের দেশে এ নিয়ে একাধিক মামলাও করেছেন তিনি। কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি না থাকায় আজ পর্যন্ত পাকিস্তানি জিহাদীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি নেদারল্যান্ড । এই বিষয়ে পাকিস্তানের প্রতি গির্ট ওয়াইল্ডার্সের বরাবরই ঘৃণা থেকে গেছে ।।