প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ এপ্রিল : ভোটের ময়দানে চরমে উঠেছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বাক যুদ্ধের লড়াই ।সেই লড়াইয়ে দিলীপ ঘোষকে রসদ যুগিয়ে দিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভানেত্রী চুয়া দত্ত সোমের পরিবারের কীর্তি। কয়েক দিন আগে ভোটের প্রচারে মন্তেশ্বরে এসে কীর্তি আজাদ তৃণমূলের এই সভানেত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। আর মঙ্গলবার ভোর রাতে সেই সভানেত্রীর ভাসুর অরুণাভ সোমকে একই বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করলো বেআইনি ভাবে ’চোলাই মদের’রমরমা কারবার চালানোর অভিযোগে।লোকসভা ভোটের মুখে এমন ঘটনা মন্তেশ্বরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এ নিয়ে কটাক্ষের বন্যাও বইয়ে দিচ্ছেন বিজেপি নেতারা ।
বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনে এবার বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে। তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়ছেন কীর্তি আজাদ । প্রচারে নেমেই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন । দিন যত গড়াচ্ছে এই দুই প্রার্থী বাক যুদ্ধের লড়াই ততই চরমে উঠছে ।প্রচারেও কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। বর্ধমান দুর্গাপুর লোকসভা অধীন মন্তেশ্বরে কীর্তি আজাদ যেমন প্রচারে গিয়েছিলেন তেমনই দিলীপ ঘোষও গিয়েছেন।সেই মন্তেশ্বরেই তৃণমূলের সভানেত্রীর পরিবার সদস্যের কীর্তি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে যেন বড় অস্বস্তিতে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিকর মহল।
মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভানেত্রী চুয়া দত্ত সোমের বাড়ি মন্তেশ্বর গ্রামের মাইচ পড়ায়।মন্তেশ্বর পঞ্চায়েত সমিতর নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষও তিনি। বাড়ি সংলগ্ন এলাকায় তাঁর স্বামী অমিতাভ সোমের ছোট্ট একটি মুদিখানা দোকান রয়েছে।পাঁচিল ঘেরা একই বাড়িতে বসবাস করেন তৃণমূল নেত্রী চুয়া দত্ত সোমের ভাসুর অরুণাভ সোম।মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি গুমটি দোকান রয়েছে চুয়া দত্ত সোমের শ্বশুর বিনয় সোমের। তারই অদূরে রয়েছে চুয়ার ভাসুর অরুণাভ সোমের একটি স্টেশনারী দোকান।
এলাকাবাসীর অভিযোগ,’বিনয় সোম ও তার ছেলে অরুণাভ ,কারুরই দোকানে বিক্রীবাটা তেমন হয় না। তবে রাতের অন্ধকারে বেআইনি ভাবে মদ বিক্রী করে তারা ভালই মুনাফা করে যাচ্ছিলেন। এলাকার মানুষজন নিষেধ করলেও মদের কারবার বন্ধ কোন আগ্রহ দেখান নি অরুণাভ। ।উল্টে তিনি তাঁর ভ্রাতৃবধূ তথা তৃণমূল সভানেত্রী চুয়া দত্ত সোমের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মদের কারবারের রমরমা আরও বাড়িয়ে দেন। মদ বিক্রীর মাধ্যমে প্রচুর অর্থ রোজগার করে অরুণাভ এখন নতুন দোতলা বাড়িও তৈরী করছেন বলে অভিযোগ এলাকাবাসীর ।
এহেন মদ কারবারীর ডেরাতেই মঙ্গলবার ভোর রাতে হানাদেয় মন্তেশ্বর থানার পুলিশ। মদ বিক্রী চালানো অবস্থায় পুলিশ হাতে নাতে তাকে ধরে । পুলিশ তাকে গ্রেপ্তারও করে“ । ধৃতের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। একই সঙ্গে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃত অরুণাভ সোমকে কালনা মহকুমা আদালতে পেশ করেছে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বাড়িতে আহ্বান জানিয়ে মধ্যাহ্ন ভোজন করানো তৃণমূলের সভানেত্রীর পরিবার সদস্যের এমন কীর্তি এদিন সকাল থেকে চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ।
আর এই ঘাটনাকে হাতিয়ার করে ভোটের প্রচারে তৃণমূলকে নাস্তানাবুদ করার পরিকল্পনা আঁটা শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব ।জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এবিষয়ে বলেন,মদ ,মাদক এসবের কারবারে তৃণমূলের জুড়ি নেই ।যেমনটা সন্দেশখালির দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের মাছের কারবারের আড়ালে মাদক কারবারের যোগ এখন খুঁজছে ইডি। সেই একই দলের মন্তেশ্বরের নেত্রীর রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তাঁর ভাসুর ঙচোলাই মদের কারবার করবেন না, তা কি হয়। এরাই তৃণমূলের সম্পদ । এবারের লোকসভা ভোটে বাংলার মানুষ এদের যোগ্য জবাব দিয়ে দেবে।’ চুয়া দত্ত সোমকে তাঁর ভাসুরের গ্রেপ্তার হওয়া নিয়ে ফোন করা হলে তিনি কোন মন্তব্য করতে চান নি । তবে তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিত পান বলেন,চুয়া দত্ত সোম আমাদের দলের ভাল নেত্রী । তবে ওনার ভাসুর অরুণাভ সোমের সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নেই। তাই মদ বিক্রীর অভিযোগে চুয়ার ভাসুর কে পুলিশের গ্রেপ্তার করার কোন প্রভাব লোকসভা ভোটে মন্তেশ্বরে পড়বেনা বলে কুমারজিত পান দাবি করেছেন ।।
‘