অঙ্কিতা চ্যাটার্জ্জী,আসানসোল(পশ্চিম বর্ধমান),১০ এপ্রিল : আসানসোলবাসীর দাবি ছিল দীর্ঘদিন। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সৌজন্যে তাদের সেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। ঠিক ৬ বছর আগে দুর্গাপুরের মাটিতে যাত্রা শুরু করেছিল বেসরকারি হেলথ ওয়ার্ল্ড মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয় ও রাজ্যের অন্যান্য প্রান্ত সহ প্রতিবেশি রাজ্যের লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জনের পর আসানসোলের সৃষ্টি নগরে চালু হতে চলেছে হাসপাতালটির ৫৫০ শয্যা বিশিষ্ট একটি ইউনিট। আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান হাসপাতালের সিএমডি ডঃ অরুণাংশু গাঙ্গুলি।
ডাঃ গাঙ্গুলি জানান,এই হাসপাতালে থাকছে ১৪ টি অত্যাধুনিক ওটি, আধুনিক মানের ল্যাব ও ১৭৫ টি আইসিইউ বেড যা এই রাজ্যে প্রথম। চিকিৎসার জন্য থাকছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সর্বক্ষণ সর্বোচ্চ মানের পরিষেবা দেবার জন্য অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও পরামর্শদাতাদের নিয়ে তৈরি করা হয়েছে একটি টিম। এক ছাদের নীচে রুগীরা মোটামুটি সব সুযোগ এখানে পাবে। ফলে তারা হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য হল চিকিৎসার খরচ যতটা সম্ভব মানুষের নাগালের মধ্যে রাখা এবং রুগীদের সঠিক পরিষেবা দেওয়া। আগামী দিনে এখানে রোবোটিক্স সার্জারির সুবিধা সহ ক্যান্সার রুগীদের জন্য একটি বিশেষ ও আলাদা ইউনিট থাকবে। ভবিষ্যতে এটি ১০০০ শয্যা বিশিষ্ট করার লক্ষ্য আছে। যদিও তিনি বলেন – হাসপাতালটি পুরোপুরি চালু হতে আরও কিছু সময় লাগবে। তার দাবি তখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
সাংবাদিক সম্মেলনে ডাঃ গাঙ্গুলির সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক পারিদা, এ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন) কমলেন্দু মিশ্র, সিইও ডাঃ অজয় আঙ্গিরিশ ও চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) দেবব্রত মিত্র। হাসপাতাল নতুন ইউনিট চালুর খবর শুনে স্থানীয় বাসিন্দাদের মনে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। আসানসোল রেলপাড়ের অন্যতম প্রবীণ বাসিন্দা রমেন্দ্রনাথ ব্যানার্জ্জী বললেন,একটু জটিল চিকিৎসার জন্য আমাদের দুর্গাপুর যেতে হতো। দূরত্বের জন্য অনেক সময় সমস্যায় পড়তে হতো। এবার আমার মত প্রবীণদের সেই সমস্যা দূর হবে। এরজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই।।