জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল,(পশ্চিম বর্ধমান),১০ এপ্রিল : কেউ যাতে কোনোরকম সন্দেহ না করতে পারে তার জন্য রীতিমতো আটঘাট বেঁধে সরকারি ওয়েবেল আইটি পার্ক থেকে ভুয়ো কলসেন্টারের মাধ্যমে বেশ কিছুদিন ধরে লোক ঠকানোর কাজটা ভালই চলছিল। বেশ কয়েকজন প্রতারিতও হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ল সাইবার প্রতারকরা। ঘটনাটি আসানসোল উত্তর থানার কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে। সরকারি পার্ক থেকে প্রতারণার ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রতারক চক্রটি প্রথমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের তথ্য জোগাড় করত। এদের মধ্যে স্থানীয় এলাকার মানুষও ছিল। বিভিন্ন পরিচিত কোম্পানির নাম ভাঁড়িয়ে তাদের ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করত। তাদের পাতা ফাঁদে পা দিয়ে বেশ কয়েকজন গ্রাহক প্রতারিত হয়। স্থানীয় প্রতারিত গ্রাহকরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ জমা করে। অভিযোগ পেয়েই তদন্তে নামে সংশ্লিষ্ট থানার পুলিশ।
অবশেষে মঙ্গলবার বিকেলে হিরাপুর থানার পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট পার্কে সাইবার থানার পুলিশ অভিযান চালায় ও ৬ জন প্রতারককে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই কলসেন্টার থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সাইবার থানার এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই কলসেন্টারে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে প্রচুর নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সরকারি পার্ক ব্যবহার করা হয়।।