এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ এপ্রিল : রোজার মাঝেই এলাকাy ঘুরে ঘুরে ভিক্ষাজীবীদের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক যুবক । আজ বুধবার সকাল থেকেই ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির নামে ওই যুবক তার মেয়ে তানিশা পারভীনকে নিজের বাইকের পিছনে চাপিয়ে মুরাতিপুর, কালুত্তক,কালিটিকুরি প্রভৃতি এলাকায় ঘুরতে দেখা যায় । তারা সঙ্গে করে নিয়ে যান মহিলা ও শিশুদের নতুন পোশাক, লাচ্চা,সিমুই,নারকেল ,চিনি ও তরল দুধ । ঈদ উপলক্ষে সেগুলি ওই সমস্ত দুঃস্থ পরিবারগুলির হাতে তুলে দিয়ে আসেন তারা ।
শেখ আমির বলেন,’মুরাতিপুরের বাসিন্দা শফিউল আলম, নজরুল শেখ, ইনসান শেখসহ বেশ কয়েকজনের আর্থিক সহায়তায় আমি এই উদ্যোগ নিতে সক্ষম হয়েছি । পবিত্র এই উৎসবের দিনে দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে ।’
প্রসঙ্গত,মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির পশুপ্রেমী বলে পরিচিত এলাকায় । নিজ উদ্যোগে তিনি ঘুরে ঘুরে রোগগ্রস্থ পথকুকুরের চিকিৎসা করে আসেন । পাশাপাশি কোথাও দুর্ঘটনায় পথ কুকুর,বানর প্রভৃতি প্রাণীর মৃত্যু হলে তিনি মৃতদেহ সৎকারও করেন । এছাড়া সমাজসেবী বলেও পরিচিত আমির । প্রায়ই তাকে চাঁদা তুলে দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে । তার এই প্রকার মানবিকতায় প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা ।।