এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট,১০ এপ্রিল : ভূপতিনগরে বোমা বিস্ফোরণে অভিযুক্তদের জেলে না ঢুকিয়ে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ মামলা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ২০২২ সালে ভূপতিনগরে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় । ওই বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের । সেই মামলায় ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএকে । হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উলটে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ মামলা করে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে বলে অভিযোগ । আজ বুধবার দুপুরে বালুরঘাটের হরিরামপুর বিধানসভার পাথরঘাটার জনসভায় ভাষণ দেওয়ার সময় সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেন অমিত শাহ । তিনি বলেন,এন আইএ-এর বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। তবে বাংলার মানুষকে আর চিন্তা করতে হবে না। কলকাতা হাইকোর্ট এনআইএ- কে ওই হামলার তদন্তভার দিয়ে দিয়েছে। সবাইকে উলটো ঝুলিয়ে সোজা করা হবে ।’ তিনি স্পষ্ট করে দেন,’মমতা ব্যানার্জি ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন, তাঁদের শাস্তি হবেই ।’
এদিনের অমিত শাহের বক্তব্যে উঠে আসে সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গও । তিনি বলেন,’সন্দেশখালির মহিলাদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছে তৃণমূলের গুন্ডারা, আর মমতা দিদি চুপ করে থেকেছেন। কেন আপনি তোষণ করে সামান্য ভোটব্যাঙ্কের জন্য আপনি ধর্ষকদের বাঁচালেন ? বাংলার মা বোনেরা কিন্তু সব বোঝেন ।’ তিনি আরও বলেন,’বাংলায় একসময় রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, এখন বোমার আওয়াজ শোনা যায়। কোনও শিল্প এখানে আসে না ।’।