এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালি কান্ড নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে ।বহিষ্কৃত তৃণমূল নেতা সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে গভীর রাতে এলাকার ‘সুন্দরী’ মেয়েদের ‘পিঠে করা’র নাম করে পার্টি অফিসে ডেকে রাতভর যৌন নির্যাতন চালানোর মত ভয়ঙ্কর অভিযোগ উঠেছে । পাশাপাশি এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে আদিবাসীদের জমিতে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে জবরদস্তি দখল করে চিংড়ি মাছের ভেড়ি করার অভিযোগও উঠেছে শাহজাহানদের বিরুদ্ধে । যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় ‘ছোটখাটো’ ঘটনা ঘটেছে সন্দেশখালিতে । কিন্তু কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ঘটনার গুরুত্ব উপলব্ধি করে তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে ।
আজ বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানিয়েছে যে সন্দেশখালির ঘটনায় নিরপেক্ষ তদন্তের প্রয়োজন । মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষেত জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে সিবিআই । আগামী ১৫ দিনের মধ্যে মামলার সব পক্ষকে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে হবে ।সিবিআইয়ের চালু করা ইমেল আইডির মাধ্যমেই অভিযোগ নথিভুক্ত করতে হবে । উত্তর ২৪ পরগনার জেলাশাসককে এলাকায় মাইকিং করে ইমেল আইডি সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত । পাশাপাশি ওই আইডি দৈনিক সংবাদপত্রেও বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে অবহিত করার কথা বলা হয়েছে । আদালত আরও জানিয়েছে যে প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, এনজিও-সহ এ বিষয়ে আগ্রহী যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য এবং মতামত নিতে পারবে সিবিআই । আগামী ২ মে মামলার তদন্তের রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি কান্ডের তদন্তভার সিবিআইয়ের উপর চলে যাওয়ায় বিপাকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।।