এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ জুন : করোনার কারনে কড়া বিধিনিষেধের মধ্যে পড়ে কাজ হারানো মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা খাবার পৌছে দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ‘আদর্শপল্লি আ্যাথালেটিক্স ক্লাব’। একটানা ২২ দিন ধরেই ক্লাবের পক্ষ থেকে দুপুরের খাবার পৌছে দেওয়া হচ্ছে। কাটোয়া শহরের দুই শতাধিক পরিবার বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন খাবার।
কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে আদর্শপল্লি আ্যাথালেটিক্স ক্লাবের ভবন। ক্লাবের সদস্য সংখ্যা ১৮৮ জন। ক্লাবের কর্মকর্তা সুমনকল্যান ঘোষ, জানান গত ২২ দিন ধরে তারা ক্লাব থেকে দুপুরের খাবার প্যাকেট করে বাড়ি বাড়ি পৌছে দিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়া শহরের ১০,১১ এবং ১২ নম্বর এই তিনটি ওয়ার্ড এলাকায় বেশকিছু পরিবার রয়েছে যারা অধিকাংশই হকারি করেন। কিন্তু বিধিনিষেধের জন্য তাদের কাজ বন্ধ। মূলত এইসমস্ত কাজ হারানো মানুষদের বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌছে দেওয়া হচ্ছে। খাবারের মেনুতে রয়েছে সপ্তাহে তিনদিন নিরামিষ ভাত, তিনদিন ডিম ভাত এবং একদিন মাছভাত।কড়া বিধিনিষেধ যতদিন চলবে ক্লাব থেকে এই কর্মসূচি চালানো হবে বলে সদস্যরা জানান ।।