এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৯ এপ্রিল : উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির ‘ত্রাস’ তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান বর্তমানে ইডির হেফাজতে । তাসত্ত্বেও সন্দেশখালিতে দুষ্কৃতীদের দৌরাত্ম কিছুতেই বন্ধ হচ্ছে না । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর আধিকারিকদের উপর হামলার পর এবার রাজ্য পুলিশের উপরেই হামলা চালিয়ে দিল দুষ্কৃতী বাহিনী । জানা গেছে,সোমবার রাত প্রায় ১১ টা নাগাদ একদল দুষ্কৃতী সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিতুলিয়া গ্রামের পুলিশ ক্যাম্পে হামলা চালায় । লাঠি, রড দিয়ে পুলিশকর্মীদের বেদম পেটায় দুষ্কৃতীদল । তার মধ্যে এক কনস্টেবল গুরুতর আহত হন । তার মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করা হয় বলে জানা গেছে । সহকর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই পুলিশ কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৫ আধিকারিক ও তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের । শাহজাহানের রোহিঙ্গা বাহিনী ইডির ৩ আধিকারিক এবং কয়েকজনকে সাংবাদিককে বেদম মারধর করে৷ তাদের হাসপাতালে ভর্তি হতে হয় । এমনকি ইডির আধিকারিকদের ল্যাপটপ ও স্মার্টফোন হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ । সেই ঘটনার প্রায় দুই মাস পলাতক থাকার পরে, হামলার ‘মাস্টারমাইন্ড’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ২৯ ফেব্রুয়ারী গ্রেফতার করে পুলিশ । পরে তাকে যথাক্রমে সিবিআই ও ইডির হাতে তুলে দেওয়া হয় ।।