এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১০ জুন : মদের দাম বেশি নেওয়াকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে শুরু হয় বচসা ও হাতাহাতি । সেই সময় দুই পক্ষের বেশ কিছু লোকজন জড়ো হয়ে গেলে বেধে যায় তুমুল সংঘর্ষ । শুরু হয় বোমাবাজি । পাশাপাশি একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে -মুড়কির মতো কাঁচের বোতল ছুড়তে থাকে । বুধবার গভীর রাতে হুগলী জেলার চন্দননগরের লক্ষীগঞ্জ বাজারে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে । খবর পেয়ে চন্দননগর থানা থেকে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয় র্যাফ । এরপর পুলিশি ধরপাকড় শুরু হলে দুই-পক্ষই পিছু হটতে শুরু করে।
স্থানীয় সুত্রে খবর, লক্ষীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা রাজেশ চৌধুরী নামে এক জনৈক ব্যাক্তির কাছ থেকে মদ কেনা নিয়ে ঝামেলার সুত্রপাত । ওই ব্যক্তি বে-আইনিভাবে মন বিক্রি করেন বলে অভিযোগ । বুধবার রাতে আশেপাশের এলাকায় কয়েজন রাজেশের কাছে মদ কিনতে যান । সেই সময় মদের দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে রাজেশের বচসা বেধে যায় । শুরু হয় হাতাহাতি । এই দেখে এলাকার কয়েকজন মিলে গন্ডগোল থামাতে গেলে তাদের ধরে বেদম মারধর করা হয় । এরপর দুষ্কৃতীরা চন্দননগরের নিচুপট্টী এলাকায় বেশ কয়েকটা দোকান পাট ও একটি রেস্টুরেন্টে ভাংচুর করে বলে অভিযোগ । শুরু হয় প্রবল বোমাবাজি । মুড়ি-মুড়কির মতো কাঁচের বোতল ও ইঁটপাটকেল পড়তে থাকে । মুহুর্তের মধ্যে গোটা এলাকা রনক্ষেত্রের চেহারা নেয় । এই ঘটনায় দু’পক্ষের লোকজন মুখোমুখি দাঁড়িয়ে গেলে ব্যাপক সংঘর্ষ বেধে যায় । ঘটনার জেরে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে পুলিশ ও র্যাফ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
জানা গেছে, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের প্রায় আটজন জখম হয়েছে । তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ও র্যাফবাহিনী ।।