এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,০৮ এপ্রিল : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র হুমকি চিঠি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । সোমবার বিকেলে ঠাকুরবাড়িতে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী জানান যে আজ দুপুর ২.১০ নাগাদ স্পিড পোস্টে তার কাছে একটি চিঠি আসে । চিঠিটি পাঠানো হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার হাদিপুর গ্রাম এবং পিন নম্বর : ৭৪৩২৮৭ ঠিকানা থেকে । নজরুল ইসলাম, সাহেব আলী ও ফয়েজ আলীর নামে পাঠানো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে দেশে এনআরসি লাগু করে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবঙ্গসহ গোটা দেশে তারা আগুন জ্বালাবে ৷ সন্ত্রাসীরা শান্তনু ঠাকুরকে হুমকি দিয়ে বলেছে যে তিনি সিএএ এবং এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে । তার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এবং তিনি ভারতবর্ষের যেখানেই যান না কেন সেখানেই তার উপর আক্রমণ হবে ।
লস্করের হুমকিমূলক চিঠি পাঠানোর জন্য রাজ্যের মমতা ব্যানার্জি ও তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী । তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে হুমকি দেওয়ায় হয়তো আপনি খুশি হবেন । আপনার মদতেই এই ধরনের জঙ্গি গোষ্ঠী পুষ্ঠ হচ্ছে এরাজ্যে এবং এভাবে আমাদেরকে হুমকি দেখাচ্ছে ।’ তিনি বলেন, ‘এই রাজ্য সংবিধানের ঊর্ধ্বে উঠে গেছে । শুধু শান্তনু ঠাকুরই নয়,ভবিষ্যতে এ রাজ্যের সাধারণ মানুষের কপালেও দুঃখ আছে । এটা এ রাজ্যের পক্ষে লজ্জার । মুখ্যমন্ত্রীর রাজ্যের লজ্জার, কারণ তার সংগঠনগুলো এভাবে আজ আমাদের বিব্রত করতে শুরু করে দিয়েছে ।’
পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উউদ্দেশ্যে বলেন, একটা গণতান্ত্রিক দেশে কিভাবে একটা জঙ্গী গোষ্ঠী এভাবে হুমকি দিতে পারে? এটা মধ্যযুগীয় বর্বর দেশে এটা ঘটে থাকতে পারে । কিন্তু একটা সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটবে এটা অপ্রত্যাশিত ।’ এদিকে একটি কুখ্যাত ইসলামী সংগঠনের দ্বারা একজন কেন্দ্রীয় মন্ত্রী কে হুমকি চিঠি পাঠানোয় তোলপার পড়ে গেছে দেশজুড়ে ।।