এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,০৬ এপ্রিল : লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই বামফ্রন্ট শাসিত কেরালায় বোমা বন্দুকের সংস্কৃতি মাথা চলার ইচ্ছে । কেরালার পানুরে বোমা বানাতে গিয়ে এক সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে । এদিকে এই ঘটনার পরেই তিন সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হল অতুল, অরুণ ও শবিন লাল। তার আগে সায়ুজ নামে আরো এক সিপিএম কর্মী যে ঘটনার সময় তাদের সাথে ছিল এবং বিস্ফোরণের পরে কোয়েম্বাটুরে পালানোর চেষ্টা করেছিল, তাকে পালাক্কাদ থেকে পাকড়াও করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
এদিকে এই ঘটনায় চরম অসস্তিতে পড়েছে কেরালার শাসক দল সিপিএম । দলীয় কর্মীদের এই কীর্তির দায় ঝেড়ে ফেলতে সিপিএমের স্থানীয় এবং রাজ্য নেতারা বোমা বানানোর সঙ্গে তাদের দলের কোন সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন । কেরালার সিপিএম নেতা এমভি গোবিন্দন সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে বিস্ফোরণের সঙ্গে জড়িতরা সিপিএম সদস্যদের ওপর হামলার মামলায় অভিযুক্ত।।