এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ এপ্রিল : জলের ট্যাংকের জল উপচে ওর তো পাশের বাড়িতে । এ নিয়ে প্রতিবাদ করেছিলেন পাশের বাড়ির গৃহকর্তা । আর এই প্রতিবাদের মূল্য দিতে হলো তাকে প্রাণ দিয়ে । প্রতিবেশী বাস বাড়ির ৭-৮ জন মিলে হাতুড়ে নিয়ে চড়াও হয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করে বলে অভিযোগ । চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেনরিচ এলাকায় । মৃত ব্যক্তির নাম মহম্মদ আনিস(৪৯) । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গার্ডেনরিচ থানার পুলিশ ।
জানা গেছে, গার্ডেনরিচ এলাকার বাসিন্দা মহম্মদ আনিসের বাড়ির পাশে প্রতিবেশীদের বাড়ির ছাদের জলের ট্যাঙ্কের জল উপচে প্রায়ই তাদের বাড়িতে পড়তো । এ কারণে তাদের সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হতো৷ এনিয়ে দুই পরিবারের মধ্যে প্রায় ঝামেলা লেগেই ছিল । শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মহাম্মদ আনিস প্রতিবাদ করেন । শুরু হয় দুই পরিবারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা । তারই মাঝে প্রতিবেশী বাড়ির ৭-৮ জন সদস্য হাতে হাতুড়ি নিয়ে আনিসের উপর চড়াও হয়ে তাকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে । মাথায় হাতুড়ির ঘা পড়লে আনিস রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুকিয়ে পড়ে । এই দেখে হামলাকারীরা পালিয়ে যায় । এরপর পরিবারের লোকজন আনিসকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।।