প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ জুন : টোটোর ব্যাটারি চুরিতে গিয়ে ধরা পড়েযাওয়া দুই চোরকে বিদুৎতের খুঁটিতে বেঁধে চললো গণধোলাই। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার বেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর বর্ধমানের বিধানপল্লী এলাকায় ।যদিও এই ঘটনা নিয়ে এদিন পুলিশের কাছে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। ধোলাই খেয়ে পরে অবশ্য ছাড়া পায় চুরির দায়ে পোলে বাঁধা থাকা দুই যুবক ।
বিধানপল্লী এলাকার বাসিন্দারা বলেন ,শহর বর্ধমানে চোর ছিনতাইবাজদের দৌরাত্ব বেড়েই চলেছে ।দোকানে চুরি থেকে শুরু করে গৃহস্থের বাড়িতে চুরি , সবই ঘটছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি যাচ্ছিল টোটোর ব্যাটারি। তবে চোর কিছুতেই ধরা পড়ছিল না। মঙ্গলবার রাতে বিধানপল্লী এলাকার সুজয় গুইয়ের বাড়িতে থাকা টোটোর ব্যাটারি চুরি করতে হানা দেয় দুই চোর । টোটোর ব্যাটারি খোলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় টোটোচালক সুজয় গুইয়ের। তিনি চোর দের পিছু ধাওয়া করে এক চোরকে ধরে ফেলেন। পরে তার এলাকার লোকজনের হাতে আরও এক চোর ধরা পড়ে যায়।এলাকার ক্ষিপ্ত মানুষজন দুই চোরকে ধরে রাতে আটকে রাখে । এদিন বেলায় তাঁদের ইলেকট্রিক পোলে বেঁধে রেখে ধোলাই দেয়।
সুজয়বাবু জানান, এর আগেও তাঁদের এলাকায় অনেকবার টোটোর ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে । মঙ্গলবার রাতে ব্যাটারি খোলার আওয়াজ পেতেই তিনি উঠে দেখেন চোর তাঁর পাড়ারই এক যুবক। যুবকের বাড়ি পর্যন্ত পিছু ধাওয়া করে তিনি তাঁকে ধরা ফেলেন ।অপর চোরকে এলাকার লোকজন ধরে ফেলে । সুজয়বাবুর দাবি এই যুবকরাই এলাকায় দীর্ঘদিন ধরে অসৎ কাজ কারবার চালাচ্ছে। এলাকার অপর বাসিন্দা সূর্য রায় জানান, গত সোমবার রাতে তাঁর টোটো থেকেও ব্যাটারি চুরি হয়ে যায় ।এই যুবকরাই এইসব চুরির ঘটনা ঘটাচ্ছে বলে তিনি মনে করছেন ।।