যে ছেলেটি একদিন বাপের টাকায় ফুটুনি করতো। নরম বিছানা ছাড়া ঘুম আসতো না…।
সেই ছেলেটি আজ সাদামাটা তক্তপোষের ওপর শক্ত বিছানায় শুয়ে থাকে।
যে ছেলেটি দামি পোশাক ছাড়া পরতো না, কাউকে কম দামের পোশাক দেখলে টিপ্পনি কাটতো..
আজ সে কম দামের পোশাক পরে অফিস যায়।
যে ছেলেটি গাড়ি ছাড়া কোনোদিন হেঁটে দেখেনি…
সেই ছেলেটি পায়ে হেঁটে সমস্ত কাজ সারে। পায়ের তলায় আঘাত পেলেও তোয়াক্কা করে না।
যে ছেলেটি একটা দিন দামি দামি হোটেল ছাড়া বাড়ির খাবার খেত না ,
এখন সে সামান্য ডাল ভাতেই খুশি থাকে।
যে ছেলেটি কখনো কারও জন্য নিজেকে উৎসর্গ করতো না,
আজ কারো কিছু হলেই ছুটে যায়, চোখে জল আসে তার।
যে ছেলেটি লোফারের মতো বন্ধু বাজি ছাড়া কিছুই জানতো না,
এখন সে সুন্দর সংসার পেতে পরিবার নিয়ে শান্তি পায়।
ঘুম থেকে উঠে জলের বদলে মদ্যপানে ডুবে থাকতো,
সেই ছেলেটি আজ সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে সবার পছন্দের খাবার বাজার থেকে কিনে আনে হাসি মুখে।
কারো দুঃখে সে পাশে থাকে। যতটা পারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলে আছি তো আমি ভরসা করো।
আমূল পরিবর্তন এমন মানুষের সংখ্যা কম। কিন্তু পরিবর্তন সবার আসুক।।