এইদিন স্পোর্টস নিউজ,০৫ এপ্রিল : তিন ওভারে ৪১ রানের কঠিন সমীকরণ। এরপরই শুরু হয় ঝড়। ১৮তম ওভারে ১৬ ও ১৯তম ওভারে ১৮ রান নিয়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসে পাঞ্জাব কিংস। শেষ ওভারে দরকার ছিল সাত রান, এক বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় শিখর ধাওয়ানের দল। বৃহস্পতিবার রাতে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাব জিতল তিন উইকেটে।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেটে ১৯৯ রান তোলে গুজরাট টাইটান্স। জবাবে সাত উইকেট হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় পাঞ্জাব কিংস (২০০/৭)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে চার ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে চার ম্যাচে দুটিতে হারল গুজরাট।
ম্যাচ সেরা হয়েছেন শশাঙ্ক সিং। ২৯ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংসে অপরাজিত থাকেন তিনি। ছয়টি চার ও চারটি ছক্কায় ম্যাচজয়ী ইনিংস খেলেছেন শশাঙ্ক । ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে জয়ে অবদান রাখেন আশুতোষ শর্মাও। এ ছাড়া জনি বেয়ারস্টো ১৩ বলে ২২, প্রভশিমরান সিং ২৪ বলে ৩৫, সিকান্দার রাজা ১৬ বলে ১৫ ও জিতেশ শর্মা আট বলে ১৬ রান করেন।
অথচ ১৩তম ওভারে ১১১ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল পাঞ্জাব। সেখান থেকে তাদের টেনে তোলেন শশাঙ্ক। জিতেশ ও আশুতোষকে নিয়ে কার্যকর দুটি দ্রুতগামী জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত এসেছে দুর্দান্ত জয়। পাঞ্জাবের দুটি উইকেট নিয়েছেন নুর আহমেদের। একটি করে শিকার বাকি পাঁচ বোলারের।
এর আগে গুজরাট বড় সংগ্রহ পেয়েছে অধিনায়ক ও ওপেনার শুভমানের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৮ বলে ছয়টি চার ও চারটি চারের সুবাদে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া ঋদ্ধিমান শাহা ১৩ বলে ১১, কেন উইলিয়ামসন ২২ বলে ২৬, সাই সুদর্সন ১৯ বলে ৩৩ ও রাহুল তেয়াতিয়া আট বলে ২৩* রান করেন। পাঞ্জাবের পক্ষে ৪৪ রানে দুই উইকেট নেন কাগিসো রাবাদা। একটি করে শিকার হারপ্রিত ব্রার ও হার্শাল প্যাটেলের।।