এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ এপ্রিল : লোকসভা ভোটের আগেই শতাব্দী প্রাচীন দল কংগ্রেসে তাসের ঘরের মতো ভাঙন লক্ষ্য করা যাচ্ছে । কংগ্রেস নেতা তথা বক্সার বিজেন্দর সিং আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখানোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই “দিশাহীন” দলের “সনাতন বিদ্বেষী” মানসিকতায় ক্ষুব্ধ হয়ে দলত্যাগ করলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ । সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময় গৌরব বল্লব বলেছেন, আমি দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে পদত্যাগ পত্র পাঠিয়ে বিস্তারিত কারণ জানিয়েছি । কংগ্রেসের কিছু নেতা এবং সড়িক দল প্রতিনিয়ত সনাতন ধর্মকে গালিগালাজ করছে । এ নিয়ে চুপ ছিল আমার দল। রাম মন্দির উদ্বোধনে অংশগ্রহণ না করা দলীয় সিদ্ধান্তকে আমি মেনে নিতে পারিনি । তাই আমি দরদ ত্যাগ করেছি ।’ তিনি বলেন, ‘কংগ্রেস দল দিশাহীন হয়ে গেছে, আমি কংগ্রেসে স্বাচ্ছন্দ্য বোধ করি না । আমি দলের নীতি মেনে সনাতনকে গালি দিতে পারি না, সকাল-সন্ধ্যা দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না।’
এদিকে বিজেন্দর সিং ও গৌরব বল্লভের দলত্যাগের মাঝেই মহারাষ্ট্র কংগ্রেসের বর্ষীয়ান নেতা সঞ্জয় নিরুপমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কংগ্রেস একটি বিবৃতিতে বলেছে,’এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে দল বিরোধী এবং অনুশাসনের অভিযোগের পরে সঞ্জয় নিরুপমকে দল থেকে বহিষ্কার করতে সম্মত হয়েছেন। এই মুহূর্ত থেকে সঞ্জয় নিরুপমকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হয় যে সঞ্জয় নিরুপম শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন, যিনি ইন্ডি জোটের অংশ। গত কয়েক দিন ধরে, সঞ্জয় নিরুপম মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দল শিবসেনার সাথে আসন ভাগাভাগির আলোচনার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন।
সঞ্জয় নিরুপমের অভিযোগ, কংগ্রেস উদ্ধব ঠাকরের গোষ্ঠীর কথা শুনছে। এটিকে উৎসাহিত করতে, উদ্ধব ঠাকরের শিবসেনা ইতিমধ্যেই মুম্বাইয়ের ছয়টি লোকসভা কেন্দ্রের চারটির জন্য টিকিট ঘোষণা করেছে । বহিষ্কারের পাশাপাশি কংগ্রেস সঞ্জয় নিরুপমকে মহারাষ্ট্রের তারকা প্রচারকদের তালিকা থেকে সরিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সঞ্জয় নিরুপম অবশ্য বলেছেন তাঁকে বহিষ্কারের আগেই তিনি সর্বভারতীয় সভাপতি এর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন । তিনি বলেন, আমি তো পদত্যাগী করেছিলাম,কংগ্রেস অকারণ একটা এ ফোর পেপার নষ্ট করল ‘। গৌরব বল্লভের সুরেই তিনি কংগ্রেসকে ‘দিশাহীন ও মতাদর্শহীন দল’ বলে কটাক্ষ করেছেন ।।