প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ এপ্রিল : ভরা ভোটের বাজারেও যেন ‘খরা’ চলছে বর্ধমান পূর্বের গেরুয়া শিবিরে।তাই থমকেই রয়েছে বিজেপি প্রার্থী অসীম সরকারের ঝোড়ো প্রচার কর্মসৃচী। এমন আবহে ’মাইলেজ’ কুড়োতে অসীম কোথাও গিয়ে গাইছেন তৃণমূল প্রার্থী ও তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে কটাক্ষে ভরা গান । আবার অন্য কোথাও গিয়ে তিনি নিজের হাতে সেখানকার বিজেপি পার্টি অফিসের আশপাশের ঝোপ জঙ্গল সাফ করছেন।আর এসবের মধ্য দিয়েই অসীম বাংলা থেকে তৃণমূলকে সাফ করার একশো শতাংশ নিশ্চয়তাও দিচ্ছেন। এমনটা চাক্ষুষ করে তৃণমূলের নেতারা বলছেন,’বিজেপি প্রাথীর প্রচারের বহরই বলে দিচ্ছে বাংলায় আসন জয় নিয়ে মোদী ও শাহর ’টার্গেট’ কতটা বিফলে যেতে বসেছে’।
অষ্টদশ লোকসভা নির্বাচনে ’বাংলাকে’ টার্গেট করেছে বিজেপি । অমিত শাহ বঙ্গে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিলেও নরেদ্র মোদী আবার ৪২ আসনেই পদ্ম ফোটানোর বার্তা দিয়েছেন।সেই টার্গেট পূরণের লক্ষ্যে ভোট ঘোষণার পর থেকেই শুভেন্দু ও সুকান্ত সহ বঙ্গ বিজেপির তাবর নেতা নেত্রীরা গোটা বাংলা চষে বেড়াচ্ছেন।তাঁদের সাথী হয়ে বাংলায় পদ্ম ফোটানোর সংকল্প নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন খোদ মোদীজির প্রশংশিত সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র।একই ভাবে মোদী ও শাহর টার্গেট পূরণের লক্ষে অন্য বিজেপি প্রর্থীরাও প্রচারে জোর দিয়েছেন। তবে এত সবের মধ্যেও বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের প্রচার ’স্ট্র্যাটেজি’ বিজেপি কর্মীদেরও কার্যত যেন হতবাক করেছে। তা দেখে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার তাঁর জয়ের ব্যাপারে আরও যেন বেশী করে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন।
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বর্ধমান পূর্ব লোকসভা আসনে এবার মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করেছে। কাটোয়ার অগ্রদ্বীপের ভূমিকন্যা শর্মিলা রাজনীতিতে নবাগতা হলেও তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাই তাঁকে জয়ী করে দেশের পার্লামেন্টে পাঠাতে বদ্ধ পরিকর তৃণমূল নেতৃত্ব।তার হয়ে তাৃণমূলের নেতা,মন্ত্রী,বিধায়ক সকলেই এখন জোর প্রচার চালাচ্ছেন। সেইসব প্রচার কর্মসূচীতে কর্মী ও সমর্থকদের ভিড়ও উপচে পড়ছে।শর্মিলা সরকার ইতিমধ্যেই বর্ধমান পূর্ব লোকসভা অধীন সাতটি বিধানসভা প্রথম রাউণ্ডের প্রচার সেরে ফেলেছেন।এমনকি তাঁকে নিয়ে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভাও এরমধ্যে করেছেন ।এবার শর্মিলা তাঁর দ্বিতীয় রাউণ্ডের প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে তৃণমূলের প্রার্থী প্রচারে এতটা এগিয়ে গেলেও বিজেপির গায়ক প্রার্থী অসীম সরকার এখনও প্রচারে সেভাবে ঝড়ই তুলতে পারেননি । তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে নিয়ে কটাক্ষে ভরা একটা গান বেঁধে গেয়ে তিনি “মাইলেজ’ কুড়ানোর চেষ্টা করেছিলেন বটে।কিন্তু শর্মিল বা তৃণমৃলের কোন নেতা কর্মী অসীমের সেই গানকে কোন পাত্তাই দেন না । জনমানসেও ওই গান কোন রেখাপাত করে না।তার ফলে ভোটের ময়দানে খেলতে নেমেই অসীম হোঁচট খেয়ে যান।তার পর থেকে ভোটের ময়দানে শর্মিলা ‘ফ্রন্ট ফুটে’ আর আসীম ’ব্যাক ফুটেই’ খেলে চলেছেন।
দেখুন ভিডিও 👇
প্রচারে ’খরা’ কাটানোর অনেক আশা নিয়ে গত রবিবার তিনি জামালপুর বিধানসভা এলাকায় হাজির হন। কিন্তু সেখানেও ’খরার’ পরিবেশ দেখে তিনি শুধুমাত্র নিজের হাতে ব্লকের বিজেপি পার্টি অফিসের আশপাশে থাকা ঝোপ জঙ্গল সাফ করেই ফিরে যান।তবে বিজেপি পার্টি অফিসের কাছের ঝোপ জঙ্গল সাফ করেও যে তৃণমূল কে বাংলা থেকে সাফ করা যাবে, তার নিশ্চয়তা কিন্তু অসীম দিয়েছেন।জামালপুর থেকে ফিরে গিয়ে অসীম বেঁধে ফেলেন সিএএ(CAA) লাগু নিয়ে মোদীকে তোল্লা দেওয়া গান।সেই গান গেয়েই অসীম এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
তৃণমূল শিবির অবশ্য বিজেপি প্রার্থী অসীম সরকারে প্রচারের এমন ধরন ধারণ দেখে যারপরনাই খুশি।তবে এনিয়ে তারা কটাক্ষ করতোও ছাড়ছে না। জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি মঙ্গলবার বলেন,“ বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভোটের ফল কি হবে তা অসীম সরকার এখনই ভালভাবে বুঝে গিয়েছেন।তাই নিজের পালানোর রাস্তা তৈরি রাখার জন্যে তিনি এখন ঝোপ জঙ্গল সাফ করে রাখছেন“। আর জেলা তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,খবরের কাগজ পড়ে জেনেছি বিজেপি প্রার্থী অসীম সরকার ক্লাস ফোর পাশ । তিনি অশ্লীলতা নিয়েই রাজনীতি করেন । সেটাই তার রাজনীতির অঙ্গ। তার সন্মন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো ।।