এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,০৩ এপ্রিল : তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে আগুনে অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২:৪৭ নাগাদ । ১৬ তলা বিশিষ্ট ভবনটিতে আগুন ধরে গেলে বিদ্যুৎ, জল,ও গ্যাস বিচ্ছিন্ন করে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় । তুর্কি রেডিও ও টেলিভিশনও জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, মঙ্গলবার ইস্তাম্বুল শহরের আবাসিক গেইরেটেপ (Gayrettepe) জেলায় অবস্থিত একটি ১৬ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।বিকেল পর্যন্ত প্রায় ২০টি দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স ভবনের চারপাশে ভিড় করেছিল । ঘটনাটি ঘটার সময় রমজান উপলক্ষে মেরামতের জন্য নাইট ক্লাবটি বন্ধ ছিল। তারা ঈদের ছুটির বাজার ধরাএ জন্য প্রস্তুতি নিচ্ছিল । মাস্কেরেড ওয়েবসাইট বলেছে যে ক্লাব কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে জানিয়েছিল যে ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত “আমাদের নতুন ডিজাইনের সংস্কারের কারণে” বন্ধ থাকবে । ক্লাবটি সপ্তাহে কয়েকবার ডিজে পারফরম্যান্স এবং স্টেজ শো করে । প্রায় ৪,০০০ জন সঙ্গীত প্রেমীর জমায়েত হয় । মঙ্গলবার সেখানে আচমকা আগুন ধরে ২৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে । কর্তৃপক্ষ এলাকাটির বিদ্যুৎ, জল ও গ্যাস সংযোগ কেটে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয় ।ক্লাবের ব্যবস্থাপনা এবং সংস্কারের জন্য দায়ী ব্যক্তিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।।