সঞ্জয় মণ্ডল,বর্ধমান,০২ এপ্রিল : আজ মঙ্গলবার শহর বর্ধমানের ভাতছালা পাড়ায় অনুষ্ঠিত হলো দেবী ওলাইচন্ডির বাৎসরিক পুজো । এবারের এই পূজো ৮০ বছরে পদার্পণ করলো। বর্ধমান শহরের বেশ কিছু ওয়ার্ডের সহযোগিতায় প্রতিবছর ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় এই পূজা।বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ওলাইচন্ডির মায়ের পূজা দেখতে ভিড় জমান । স্থানীয় বিহাহিতা মহিলারা দেবীর পূজো উপলক্ষে বাপের বাড়ি চলে আসেন ।
জানা গেছে,আগে ছাগ বলির প্রথা প্রচলন থাকলেও বর্তমানে প্রায় বন্ধের মুখে । কেবল বারোয়ারী ভাবে দেবীর উদ্দ্যেশে একটি ছাগ বলি দেওয়া হয়। এলাকাবাসীর বিশ্বাস যে দেবী অত্যন্ত জাগ্রত । ভক্তিভরে দেবীকে পূজো দিয়ে কেউ মানত করলে তার মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস এলাকাবাসীর । দেবীর বার্ষিক পূজোর সময় অসংখ্য ভক্তের সমাগম হয়। একদিনের এই পূজো ঘিরে কার্যত সমগ্র বর্ধমান শহর আনন্দে মুখরিত হয়ে উঠে।।