এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনে দিলীপ ঘোষ কে প্রার্থী করেনি বিজেপি । পরিবর্তে তাকে বর্ধমান-দুর্গাপুরের লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে । দিলীপ ঘোষের মূল প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার তথা বিহারের বাসিন্দা কীর্তি আজাদ । এমনিতেই এই আসনটি ২০১৯ সালে তৃণমূলকে সরিয়ে দখল করে বিজেপি । এবারের নির্বাচনেও আসনটি বিজেপির দখলেই থাকবে বলে এলাকায় কানাঘুষো চলছে । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জেতার বিষয়ে কার্যত নিশ্চিত । একটি বাংলা খবরের চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে দিলীপ বাবুর মধ্যে সেই আত্মবিশ্বাস লক্ষ্য করা গেল । দিলীপ বাবু স্পষ্ট ভাষায় বলেছেন,’যে জামাইকে বাইরে থেকে নিয়ে এসেছেন তার মুখে জামা ঘষে দিয়ে ফেরত পাঠিয়ে দেবো । ইতিমধ্যে উনি বুঝতে পেরে গেছেন ।’
বিতর্কে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ । দিলীপবাবু কার্যত তার মুখ বন্ধ করে দেন । তিনি বলেন, ‘মদন মিত্র আর কুনাল ঘোষকে জেলে কে পাঠিয়েছিল, বিজেপি? কুনাল ঘোষ তো বেরিয়ে এসে বলেছিলেন যে চক্রান্ত হয়েছে । ইডি জেলে পাঠালে চক্রান্ত, এখানকার পুলিশ জেলে পাঠালেও চক্রান্ত, আর আপনি কুনাল ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে যা কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও, ঘুরছে শুনে নিন । বলতে লজ্জা করে,এত নিচে এখনো আমি নামতে পারিনি ।’ একথা শুনে মুখে হাত রেখে মুচকি মুচকি হাসতে দেখা যায় ।
আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর -২ অঞ্চলের আশাপুরে নির্বাচনী প্রচারে এসেছেন দিলীপ ঘোষ । তিনি বিজুর ১ অঞ্চলের বোনাগ্রামে পরমানন্দ আশ্রমে গিয়ে পুজো দেন । এছাড়া সাতগাছিয়া গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে পূজো দেন দিলীপবাবু । সেই সময় বিজেপির প্রচুর মহিলা কার্যকর্তা মন্দিরে উপস্থিত ছিলেন । পাশাপাশি দেয়াল লিখনেও অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে ।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও বহু অস্থায়ী আবার স্থল ভেঙে পড়ায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে কার্যত তুলোধোনা করেন । দিলীপবাবু বলেন, ‘ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো । ওরা চায় যে বন্যা, ঝড়, ভূমিকম্প হোক,তাহলে কামাই হবে। মমতা ব্যানার্জি কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায়, কিন্তু মানুষের কাছে পৌঁছোয় না সেই টাকা ।আয়লা-আমফানে টাকা এল, টাকা গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটে,যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না। এবার যেন তা না হয়।’
সোমবার জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ কবলিত পরিবারগুলির সঙ্গে দেখা করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবাস যোজনার টাকা পাঠাচ্ছে অথচ এখানকার মানুষ সেই অনুদানের পাচ্ছে না । সরকারি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ রাজ্য সরকার ঠিক মতো করলে প্রাণহানির ঘটনা ঘটতো না বলে তিনি মন্তব্য করেন ।।