ঘুমিয়েছে রাত আর চাঁদ তারা ফুল
মেঘেদের গায়ে মেলা পরীদের চুল।
বাতাসে ভাসছে ওই রজনীর ঘ্রাণ,
জুঁই বেলি চম্পা ঘুমায় অম্লান।
পুকুরের জলটাও ঘুমিয়েছে চুপ,
নয়নের জল ধীরে ঝরে টুপ টুপ।
গাছেরা কেমন যেন ভূত সম স্থির,
যার মনে ঢেউ ওঠে সে-ই অস্থির।
পাখিরা ডাকে না কেউ কুলায় ঘুমায়,
একা একা এই রাত জেগে থাকা দায়।
ঝিঁঝিঁগুলো একটানা বিরহেতে মাতে ,
হয়তো ওরাও কিছু হারিয়েছে রাতে।
একটা গাছের ডালে হঠাৎ সুড়ুৎ,
সাপিনীটা ফণা তুলে চেয়ে অদ্ভূত।
শূন্যের বুক চিরে উড়ে গেলো চিল ,
আমি একা জানালায়, দরজায় খিল।
চাপা স্বরে গম্ভীর পেঁচাটা ডাকে,
ভয় হয়, কেউ নেই, ডাকব কাকে?
বিল্লিছানাটা মার গা ঘেঁষে ঘুমায়,
ঘুম ঘুম যেতে কেউ বলেনি আমায়।
আর কেউ জেগে আছে আমারই মত ?
হয়তো স্বপ্ন তারা দেখছে যে কত!!
জীবন জিতেছে যারা তারাই ঘুমায়,
যে চোখে স্বপ্ন পোড়ে বলে ঘুম আয়-ঘুম আয়।
ঘুম যায় বাড়ি ঘর ধানক্ষেত নদী,
ঘুমপাড়ানিয়া গানে ঘুম আসে যদি!!
ঘুমিয়ে যাব যদি কেউ চাঁদটা নামাও,
মেঘের বুকেতে চাঁদ তুমিও ঘুমাও!!
ঘুম ঘুম ঘুম যায় রাজার কুমার,
সোনাকাঠি রূপাকাঠি নেইযে আমার।।