এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০১ এপ্রিল : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের আঁতুর ঘর গাজাতে হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার জন্য ইসরায়েলকে পরামর্শ দিলেন মার্কিন কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ । তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য । ওয়ালবার্গ বলেছেন,’গাজায় যুদ্ধ দ্রুত শেষ করতে হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলা উচিৎ ইসরায়েলের ।’প্রসঙ্গত,হিরোশিমা ও নাগাসাকি জাপানের দুই প্রসিদ্ধ শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহর দুটিতে পরমাণু বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এর জেরে জাপানের আত্মসমর্পণ ত্বরান্বিত হয়। চূড়ান্ত জয় পায় আমেরিকার নেতৃত্বাধীন মিত্র শক্তি।
ফিলিস্তিনের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার জেরে গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরপর গত প্রায় ছয় মাস ধরে এই যুদ্ধ অব্যাহত রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গাজায় হামাসের গোপন সুড়ঙ্গ পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল । যেকারণে সন্ত্রাসী পুরোপুরি নিকেশ করা সম্ভব হয়নি ৷ এই পরিস্থিতিতে যুদ্ধ দ্রুত শেষ করতে গাজায় পরমানু বোমা ফেলাই সঠিক কাজ হবে বলে মনে করছেন মার্কিন বর্ষীয়ান রাজনীতিবিদ টিম ওয়ালবার্গ ।
মিশিগানের দক্ষিণাঞ্চল থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য গত ২৫ মার্চ নিজের নির্বাচনী এলাকার একটি টাউন হলে স্থানীয় ভোটারদের উপস্থিতিতে বক্তব্য দেন। সেখানে জাপানে মার্কিন বাহিনীর পরমাণু বোমা ফেলার প্রসঙ্গ টানেন টিম। সেই সঙ্গে গাজায় মার্কিন ত্রাণ সহায়তা বন্ধ করারও আহ্বান জানান তিনি।
সভায় দুর্ভিক্ষপীড়িত অবরুদ্ধ গাজাবাসীকে মানবিক ত্রাণ সহায়তা সরবরাহের লক্ষ্যে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করে ভূমধ্যসাগরে কেন অস্থায়ী বন্দর নির্মাণ করা হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে টিম বলেন,
আমার মনে হয়, গাজাবাসীর জন্য আমাদের একটি অর্থও খরচ করা উচিত নয়। নাগাসাকি আর হিরোশিমার মতো করা দরকার। তাহলে এটি (যুদ্ধ) দ্রুত শেষ হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ শেষ করতেও একই যুক্তি দিয়েছেন টিম। বলেছেন, ইউক্রেনের বেলাতেও একই পদক্ষেপ নেওয়া উচিৎ। পুতিনকে দ্রুত পরাজিত করতে হবে। ইউক্রেনে ৮০ শতাংশ মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার পরিবর্তে, রাশিয়াকে নিশ্চিহ্ন করার জন্য ৮০-১০০ শতাংশ ব্যবহার করা উচিৎ। আমরা সেটাই চাই।’।