এইদিন ওয়েবডেস্ক,০১ এপ্রিল : সন্দেশখালি কান্ডে একরাশ দুর্নামের মুখে পড়ার পর ফের একবার বিতর্কের মুখে পুলিশ । এবারে চটুল হিন্দি গানের তালে মহিলাদের সঙ্গে পুলিশের উদ্দাম নৃত্যের ভিডিও ভাইরাল হয়েছে । যা নিয়ে তোলপাড় পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় । ভাইরাল ভিডিওতে দেখা গেছে সাদা ইউনিফর্মের কয়েকজন পুলিশকর্মী কয়েকজন মহিলার সঙ্গে উদ্দাম নাচানাচি করছে । ব্যাক গ্রাউন্ডে তখন বাজছে সলমন খান ও করিশ্মা কাপুরের নব্বইয়ের দশকের হিন্দি ছবির জনপ্রিয় গান ‘তান তানা তান তান তান তারা/চলতি হ্যায় কেয়া ৯ সে বারা ।’ উল্লেখ্য, কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা রঙেরই হয় । তাই অনুমান যে ভিডিওট কলকাতা শহরের কোনো এলাকাতেই তোলা হয়েছিল। তবে ভিডিওটি আদপে কোথাকার, কবে তোলা এবং নৃত্যরত পুলিশকর্মীরা পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত কিনা তা স্পষ্ট নয় । ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এইদিন’ ।
‘সোশ্যাল নলেজ সেন্টার’ নামে একটা ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটি আজ সোমবার দুপুর পর্যন্ত ২০৭ কে ভিউ হয়েছে । ভিডিওতে বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন ।
প্রিয়াঙ্কা চ্যাটার্জী লিখেছেন, ‘ব্যক্তিগত জীবন থাকতেই পারে, কিন্তু সেটা ডিউটির বাইরে উর্দি খুলে করলেই ভালো ছিল। উর্দির মান টা অন্তত বাঁচতো।’
আর কে রয় লিখেছেন,’এদের চাকরি না করাই উচিত, চাকরি থেকে তাড়িয়ে দিলে ভালো হয় ।’ চ্যাটার্জি মৃণালের প্রতিক্রিয়া,’আহা গো পিসি কোতো রসদ যোগাচ্ছে দেখো দেখি । আকাশরুল মিয়া লিখেছেন, ‘দিদিও যেমন দিদির পুলিশ ও তেমন, দিদি এইটাই চাই এটাই দিদি ভালবাসে ভাববো তাই। সব এক, দিদি যেমন দিদির পুলিশও তেমনি ।’শংকর রায়ের মন্তব্য, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি এই ভিডিও টার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হোক।’
বিকাশ রায় বলেছেন,’এই রকম ভাবে চলতে থাকলে দেশের প্রচুর উন্নতি হবে।’অজয় দলুই এর কথায়,’এরা মদ খেলে কোনো দোষ নেই, আমরা খেলে দোষ, মেয়ে নিয়ে করলে দোষ নেই, এরা সরকারি লোক জয় বাংলা…দিদির জয়।’ তনে আমন চ্যাটার্জীর দাবি, বহুদিন আগের ভিডিও এবং এটি দক্ষিণ ভারতের।’ যদিও দক্ষিণ ভারতের কোন রাজ্যের পুলিশের ইউনিফর্মের রঙ সাদস হয় তা তিনি জানাননি ।।