ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স
আমি ভালোবাসি না
কিন্তু ….
আমি ছাড়তে পারি না !!
মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
মানবযন্ত্র দেখে, শোনে আর শেখে
বছর শেষে নতুন বছর আসে I
কত রূপে তোমাকে শেখাবে?
কেন মিডিয়া তোমাকে প্রশিক্ষণ দেয় না ?
কিছু বাঁদর আর ছাগল
তোমাকে প্রভাবিত করে না ?
বহুরূপী রাজনেতা আজ কিন্তু খুব সফল
হিংসা আর বিভেদের স্যাটেলাইট
সাথে …
রিমোট আর সিগন্যাল
মানব আজ রোবট হয়েছে
নাচে ধিতাং ধিতাং ll
শিক্ষা আজ মাপকাটি শুধু,
চেতনার বড় অভাব
অহংকার শুধু পরীক্ষার খাতায়
ইউ আর ট্র্যাকড l
মিছিলে হিংসা, বিভেদের রক্ত তিলক
ভাষা, ধর্ম আর কখনো জাত ll
এটাই তোমার পৃথিবী
এটাই তোমার আজ আর কাল!
আজ তোমরা প্রশিক্ষিত
ইতিহাস আজ বিকৃত
ভারতমাতা চিন্তিত II
ভয়চিত্তে কেঁদে বেড়ায় নিভৃত্তের অরণ্যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!!