প্রদীপ চট্টোপাধ্যা,বর্ধমান,৩১ মার্চ : প্রার্থী হয়ে ভোটের প্রচারে নেমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অসংসদীয় মন্তব্য করে বসেন বিজেপির দিলীপ ঘোষ।তার জন্য তাঁর দল এমনকি নির্বাচন কমিশনও তাঁকে শোকজ করে।কিন্তু এত কিছুর পরেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিশানায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়-ই রয়ে থাকছেন।সেটাই রবিবার আরো একবার প্রকাশ পেল দিলীপ ঘোঘের কথায়।মুখ্যমন্ত্রীর কপালে আঘাত লাগা স্থানে থাকা ’ব্যান্ডেজ’কে এদিন তিনি ভোটের ’রেসিপি’ বলে কটাক্ষ করেন। একই সাথে তিনি এদিন তৃণমূলের কুনাল ঘোষ, মালা রায় ও সৌগত রায়কেও কটাক্ষে বেঁধেন।
ভোটের প্রচারে নামার পর থেকেই দিলীপ ঘোষ প্রতিদন সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দিচ্ছেন। রবিবাসরীয় সকালেও তার ব্যতিক্রম হয় নি।বর্ধমানের সোনাপট্টি বটতলায় হওয়া এদিনের চা চক্রে দিলীপ ঘোষ ফের নিজস্ব স্টাইলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেন।মুখ্যমন্ত্রীর এদিন থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা সাংবাদিকরা দিলীপ ঘোষকে মনে করিয়ে দিতেই তিনি প্রশ্ন তোলেন,“উনি এতদিন প্রচারে নামেন নি কেন ? উনি মাথার ’স্টিকারটা’ কবে খুলবেন? ভোট শেষ হওয়ার আগে , না পরে ? শুধু এইসব প্রশ্ন তুলেই দিলীপ ঘোষ খান্ত হন নি। তিনি দাবি করেন,ভোটের আগে চোট -এটাই ওনার ভোটের ’রেসিপি’। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবে। তবে এবার আর “ইমোশনাল“ ভোট হবে না বলে দিলীপ ঘোষ জানিয়ে দেন।“ যদিও দিলীপ ঘোষের এহেন মন্তব্যের নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,’দিলীপ ঘোষ শোধরানোর লোক নয়।বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা ইভিএমে রায়দানের মধ্যে দিয়েই ওনাকে শোধরানোর রাস্তা দেখিয়ে দেবেন।’
মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকেও এদিন একহাত নেন দিলীপ ঘোষ।এর কারণহল,’দিলীপ ঘোষকে হারাতে বিজেপির অন্দরে ’চক্রান্ত’ চলছে বলে কুনাল ঘোষের করা মন্তব্যে।’ এর জবাব দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ এদিন কুনাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন,’গাঁয়ে মানে না আপনি মোড়ল। টি এম সি তে ওনার পদ চলে গেছে।উনি টি এম সি নিয়ে ভাবুন,বিজেপিকে কে নিয়ে ভাববার অনেক লোক আছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে তৃণমূল কিছু করতে পারবে না, অন্য কেউও কিছু করতে পারবে না’।
কলকাতায় ফের নির্মিয়মান বহুতলের একাংশ ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু হওয়ার ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,’যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন এসব আটকানো যাবেনা। কারণ তৃণমূল সরকার কাটমানি খেয়ে এসব করছে । তাই বাড়ি ভেঙ্গে পড়ছে।’ অন্যদিকে, বাড়ি ভেঙ্গে পড়ার ঘটনা দশ দিনের মধ্যে মানুষ ভুলে যাবে বলে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের করা মন্তব্যের কড়া জবাবে দেন দিলীপ ঘোষ । তিনি বলেন,’ উনি এবার এমন রেজাল্ট করবেন, যেটা সারাজীবন তিনি মনে রাখবেন’। একই সঙ্গে সৌগত রায়ের কীর্তনের আসরে অংশ নেওয়া নিয়েও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,’এবারই শেষ। তাই ভাল করে নেচে নিন । ৪ জুনের পর তো উনি ’রিটায়ার্ড’ নেবেন।।