এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩১ মার্চ : ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামি রাষ্ট্র গঠনের পর থেকেই ভারতের সর্বনাশ করার খেলায় মেতেছে পাকিস্তান । একের পর এক ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠী গঠন করে ভারতে নাশকতা চালিয়েছে বা এখনো চালানোর ষড়যন্ত্র করে যাচ্ছে । কিন্তু তাসত্ত্বেও বিপদের সময় বারবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত । ফের একবার ২৩ জন পাকিস্তানি জেলের প্রাণ বাঁচালো ভারতীয় নৌবাহিনী । সোমালিয়ার জলদস্যুরা পাকিস্তানের একটি জাহাজকে পনবন্দি করলে ওই ২৩ পাকিস্তানির জীবন নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে । কিন্তু ভারতীয় নৌবাহিনী আরব সাগরে তার বীরত্ব প্রদর্শন করেছে এবং সোমালিয়ার ৯ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে । ভারতীয় নৌবাহিনীর এই সাহসী অভিযানে পাকিস্তানি জেলেরাও মুগ্ধ হয়ে তাদের ধন্যবাদ জানায় এবং হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান দেয়।
জানা গেছে, গত ২৮ মার্চ সোমালি জলদস্যুরা পাকিস্তানের একটি মাছ ধরার জাহাজ ছিনতাই করে। ভারতীয় নৌবাহিনী এই জাহাজটি ছিনতাইয়ের খবর পাওয়ার সাথে সাথে আইএনএস ত্রিশুল সহ তাদের তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানে শুধু পাকিস্তানি জেলেদেরই উদ্ধার করা হয়নি, নয়জন জলদস্যুকেও আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে, ইরানের পতাকাবাহী জাহাজে থাকা এই পাকিস্তানি নাবিকদের ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানাতে এবং “ভারত জিন্দাবাদ” স্লোগান দিতে দেখা যায়। ঘটনার সময় জাহাজটি ইয়েমেনি দ্বীপ সোকোত্রা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। এলাকাটি উত্তর-পশ্চিম ভারত মহাসাগরের এডেন উপসাগরের কাছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে যে ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ দল মাছ ধরার জাহাজ আল কানমারের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছে। মাছ ধরার কার্যক্রম পুনরায় শুরু করার জন্য জাহাজটি পরিষ্কার করার আগে বোর্ডে থাকা ২৩ জন পাকিস্তানি নাগরিকের একটি পুঙ্খানুপুঙ্খ মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। গ্রেফতার ৯ সোমালি জলদস্যুকে ভারতে নিয়ে আসছে নৌবাহিনী ।।