এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,৩১ মার্চ : বিভিন্ন ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির অবাধ বিচরণক্ষেত্র সিরিয়ায় একটি বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩০ জন । ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সিরিয়ার আলেপ্পো প্রদেশের উত্তরে অবস্থিত আজাজ শহরের জনবহুল বাজারে শনিবার বিস্ফোরক ভর্তি একটি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে । যদিও এখনো পর্যন্ত এই ঘটনার দায় কোনো ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠী স্বীকার করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, প্রাণহানির পাশাপাশি এই হামলার কারণে ঘটনাস্থলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয় । খবরে বলা হয়েছে, আফরিন এবং আল-বাব, আজাজ ও জারাব্লুস শহরসহ সিরিয়ার প্রায় চার হাজার কিলোমিটার এলাকা তুর্কি বাহিনী ও তাদের সিরীয় সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সরকার কর্তৃক বিক্ষোভ দমনের পর সিরিয়ায় নিরাপত্তাহীনতা শুরু হয় এবং তারপরে দেশটির সামরিক বাহিনী ও বিরোধী দলগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এখনো পর্যন্ত, এই যুদ্ধে প্রায় ৬,০০,০০০ মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ সিরীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। দুই দিন আগে সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন লেবাননের হিজবুল্লাহ সন্ত্রাসীর মৃত্যু হয় ।।