এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ জুন : মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে বেদম মারধরের অভিযোগ উঠল । বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হলেন যুবকের মা । ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার ৫২ বিঘা এলাকায় । আক্রান্ত মা ও ছেলের নাম দীপ্তি কর্মকার ও রমেন কর্মকার । ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এনিয়ে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা । পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে ।
ইংলিশবাজার থানার ৫২ বিঘা এলাকাতেই বাড়ি রমেন কর্মকারদের । তাঁর অভিযোগ,সোমবার রাতে তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন । বাড়ির কিছুটা দুরে স্থানীয় কয়েকজন দুষ্কৃতি তার পথ আটকায় ।
ওই দুষ্কৃতিরা তাঁর কাছে থাকা স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে৷। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে লোহার রড দিয়ে বেদম মারধর শুরু করে । তাঁর মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে । রমেনবাবুর কথায়, ‘সেই সময় ওই রাস্তা দিয়ে আমার মা যাচ্ছিলেন । তিনি ছুটে এসে আমাকে বাঁচাতে আসেন । তখন দুষ্কৃতিরা আমার মা’য়ের হাতে,কোমরে ও পিঠে লোহার রড দিয়ে ব্যাপক পেটায় । আমার মা গুরুতর জখম হন । তারপর আমাদের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় ।’ পুলিশ জানিয়েছে,অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।।