প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ মার্চ : প্রাচীন হিন্দু কাহিনীতে ’মহিষাসুরকে অপদেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। সেই ’মহিষাসুরেরসঙ্গেই এবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তুলনা টালনেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা অধীন মন্তেশ্বরে প্রচারে গিয়ে কীর্তি আজাদ কলিযুগের মহিষাসুরের সঙ্গে দিলীপ ঘোষের তুলনা করেন । শুধু তুলনা টানাই নয়,নিজেকে একজন কট্টর বলে দাবি করে কীর্তি আজাদ জানিয়ে দেন,মমতা দিদির তৃণমূলের টিম ’ওই মহিষাসুরকে’ ভোটে হারিয়ে বধ করবে । যদিও তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্য ভোটের সময় ফের নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোট হবে ১৩ মে । এই আসনে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে অবাঙালি প্রক্তন ক্রিকেটার কীর্তি আজাদ কে।তাঁর বিপক্ষে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে। এই দুই প্রার্থীর লড়াই ঘিরে এখন সরগারম বর্ধমান । ভোটের প্রচারে নেমে দু’জনেই একে অপরকে বাক্য বানে বিদ্ধ করছেন।কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ।এহেন দুই প্রতিপক্ষ প্রার্থী প্রচারে নামতেই চরমে উঠেছে বাক্যবানের তর্জা।
গলসির কোলকোল গ্রামে শুক্রবার প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেছিলেন,দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যাঁর সমাজে কোন জায়গা নেই।উনি মা দুর্গা ও মমতা দিদিকে অপমান করেন। মহিলাদের উনি অপমান করেন। দিলীপ ঘোষ ও আর এস এস(RSS) মহিলাদের সন্মান করতে যানে না।এহেন দিলীপ ঘোষের সমাজে থাকারই অধিকার নেই। দিলীপ ঘোষ ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবে বলেও কীর্তি আজাদ গলসি থেকে ঘোষণা করে দেন। এদিনও সেই একই সমালোচনা করার পাশাপাশি দিলীপ ঘোষকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন কীর্তি আজান । তিনি বলেন, ‘এমন মহিষাসুরকে বিজেপির লোক হাসপাতালে পাঠাক । না পাঠালে আমরা তৃণমূল কর্মীরা চাঁদা তুলে হাসপাতালে ওনার চিকিৎসা করাবো ।’
এদিকে কীর্তি আজাদ যখন দিলীপ ঘোষকে ’মহিষাসুরের’ সঙ্গে তুলনা করে বসলেন তখন দিলীপ ঘোষই বা মুখে লাগাম টেনে রাখেন কি করে। বাক্য বাণ দিলীপ ঘোষও ছাড়লেন। এদিন বর্ধমানের কামনাড়ার গৌর কালিবাড়ি মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন,“মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি।বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়”।মন্দিরের পূজারী অবশ্য দিলীপ ঘোষকে তাঁর মনবাসনার কথা ,মাকে অর্থাৎ কালি মা উপদেশ দিয়ে পাশ কাটান ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অসংসদীয় মন্তব্য করার জন্যে কমিশনের পাশাপাশি দলও দিলীপ ঘোষকে শোকজ করে।শুক্রবারই দিলীপ ঘোষ কমিশনের কাছে তার শোকজের জবাব দেন। কিন্তু তাতে কি । শনিবার ফের স্বমহিমায় দেখা যায় দিলীপ ঘোষকে । প্রচারের প্রথম দিন থেকেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বাক যুদ্ধের লড়াই ঘিরে এখন সরগরম বর্ধমান। । কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, উনি (দিলীপ ঘোষ )খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করছেন । যদিও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,তৃণমূলে নেতারই বাংলার নারীদের অসম্মান করে। সন্দেশখালি তার জলন্ত উদাহরণ।সন্দেশখালির মতো আর বর্ধমান- দুর্গাপুর লোকসভার মা দুর্গা রুপি মহিলা ভোটরাও কে আসল মহিষাসুর তা চিনিয়ে দেবেন।।