এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ মার্চ : দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । এবারে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) জেরার মুখোমুখি হলেন দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট । মন্ত্রিপরিষদের প্রধান কৈলাশ গেহলটকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল । মামলার অভিযুক্ত তথা একজন মালয়ালি বিজয় নায়ারের সঙ্গে সম্পর্ক, মদের নীতি প্রণয়নে তাঁর ভূমিকা, কেন তিনি ক্রমাগত তার মোবাইল নম্বর পরিবর্তন করতেন প্রভৃতি বিষয় নিয়ে তাকে জেরা করা হচ্ছে বলে জানা গেছে । আম আদমি পার্টির আশঙ্কা কৈলাশ গেহলটকেও ইডি গ্রেফতার করতে পারে ।
দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার হওয়ার তালিকা দীর্ঘ । খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে ইডির হেফাজতে । মেয়াদ শেষ হলে তাকে তিহার জেলে পাঠানোর তোড়জোড় চলছে । এদিকে ইতিমধ্যেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা । চলতি বছরের লোকসভা নির্বাচনের আবহে তাবড় শীর্ষ নেতারা জেলে যাওয়ায় চরম বিপাকে পড়ে গেছে আম আদমি পার্টি ।
এদিকে ইন্ডি জোটের অন্যতম শরিক দল আপ-এর একের পর এক শীর্ষ স্থানীয় নেতারা জেলে চলে যাওয়ায় চরম বিপাকে পড়ে গেছে কংগ্রেস । কংগ্রেস বলেছে যে ইন্ডি অ্যালায়েন্সে কেজরিওয়ালের পাশে আছে । দিল্লির মন্ত্রী গোপাল রা-এর নেতৃত্বে আম আদমি পার্টির নেতারা রাম লীলা ময়দান পরিদর্শন করেন এবং মহারালির প্রস্তুতি খতিয়ে দেখেন । আগামীকাল সকাল ১০টায় ইন্ডি জোটের সিনিয়র নেতারা ওই সমাবেশে যোগ দেবেন।।