প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ : লোকসভা ভোটের দিন ক্ষণ ঘোষণা হলেও ভোট এখনও কোথাও হয়নি।তার আগেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোটের ফল ঘোষণা করে দিলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। তিনি শুক্রবার পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে গিয়ে জানান,’বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবে’।শুধু হার জিতের কথা ঘোষণাই নয়,মা দুর্গা ও মমতা দিদিকে অপমান করা দিলীপ ঘোষের সমাজে থাকারই অধিকার নেই বলে কীর্তি আজাদ মন্ততব্য করে । যদিও তৃণমূল প্রার্থীর বক্তব্যকে কোন পাত্তা না দিয়ে দিলীপ ঘোষ উল্টে এদিন গলসি থেকেই তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেন। তিনি বলেন ,’১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার হিসাব চাওয়ার উনি কে ।চোরেদের হিসাব চাওয়ার অধিকারই নেই’।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোট হবে ১৩ মে । এই আসনে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে অবাঙালি প্রক্তন ক্রিকেটার কীর্তি আজাদ কে।তাঁর বিপক্ষে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে। এই দুই প্রার্থীর লড়াই ঘিরে এখন সরগারম বর্ধমান। ভোটের প্রচারে নেমে দু’জনেই একে অপরকে বাক্য বানে বিদ্ধ করছেন।কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ । এহেন দুই প্রতিপক্ষ প্রার্থী প্রচারে ঝড় তুলতে এদিধ বর্ধমান দুর্গাপুর লোকসভা অধীন গলসিতে পৌছান। সেখানেও দুই প্রার্থী তাঁদের বাক্যবাণ অব্যাহত রাখেন ।
গলসির কোলকোল গ্রামে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলান। সেখানকার মাঠে নেমে ক্রিকেটও খেলেন। পরে সংবাদ মাধমের মুখোমুখি হয়ে কীর্তি আজাদ বলেন,দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যাঁর সমাজে কোন জায়গা নেই । উনি মা দুর্গা ও মমতা দিদিকে অপমান করেন। মহিলাদের উনি অপমান করেন। দিলীপ ঘোষ ও আর এস এস (RSS)
মহিলাদের সন্মান করতে যানে না।কিন্তু সব মহিলাই মমতা দিদির লোক । তাই এহেন দিলীপ ঘোষের তো সমাজে থাকারই অধিকার নেই। আগের লোকসভা ভোটে ওরা মাত্র ২৪০০ ভোটে জিতেছিল । এবার ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবে ।কীর্তি আজাদ দাবি করেন,’তাঁর ’লিড মার্জিন’ হবে ২ লক্ষ ৪০ হাজার ।
এদিকে একই দিনে গললির কেন্দাইপুরে নির্বাচনী প্রচারে যান দিলীপ ঘোষ। এখানেও তাকে ঘিরে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে তিনি কেন্দাইপুরে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন। এদিন অবশ্য দিলীপ ঘোষ তাঁর বিপক্ষ প্রার্থী বা তৃণমূলের কাউকে নিয়ে বেলাগাম কোন মন্তব্য করেন নি । তবে কীর্তি আজাদের করা মন্তব্যকে কোন গুরুত্ব না দিয়ে দিলীপ ঘোষ নিজের ভঙ্গিতেই জানিয়ে দেন,নির্বাচন কমিশনের শোকজের জবাব দেওয়া হচ্ছে। তার জন্য অফিস আছে, উকিল আছে।তারা জবাব দিচ্ছেন।আমার কাজ আমি করছি ।একই সঙ্গে ,১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শ্বেত পত্র প্রকাশের দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা টুইটের বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি এই প্রসঙ্গে বলেন,’“উনি কে হিসেব চাওয়ার।চোরেদের হিসেব চাওয়ার কোন অধিকার নেই।রাস্তার টাকা,জলের টাকা,বাড়ির টাকা,শৌচাগারের টাকাও চুরি করেছে।সব মিলিয়ে ২ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা চুরি করেছে।এটা আমরা বলছি না।সিএজি বলেছে।“বিল গেটস এর ভারতে আসা নিয়ে মোদীজীর ভূয়সী প্রশংসা করেন দিলীপ ঘোষ । তিনি দাবি করেন,’মোদীদীর কাজের জন্যেই ভারত প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে।তাই এখন অনেকেই ভারতে আসছে’ ।।