এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট,২৯ মার্চ : ‘চিরদিন কাহারো সমান নাহি যায়,আজ যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় । এদের অবস্থাও তাই হবে ।’ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে পথ সভায় ভাষণ দেওয়ার সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ শুক্রবার বসিরহাটের দলীয় প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে মিছিল করেন শুভেন্দু । প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথ মিছিলে তাঁর সঙ্গে পা মেলান হাজার খানেক কর্মী সমর্থক । মিছিল শেষে পথসভায় ভাষণ দেন শুভেন্দু অধিকারী।
প্রথমেই তিনি সন্দেশখালি থানার ইনচার্জের উদ্দেশ্যে বলেন, ‘আপনি কার ইন্ধনে আমায় সভা করতে দেননি? তার বিচার হবে । পয়লা জুন নির্বাচন, ২৯ মে প্রচার শেষ, আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, চিরদিন কাহারো সমান নাহি যায়,আজ যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় । এদের অবস্থাও তাই হবে ।’ সন্দেশখালি ‘ত্রাস’ শেখ শাহজাহানের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘শুনতে পাচ্ছেন তো ? বলেছিলেন সন্দেশখালিতে এলে ছাল ও চামড়া তুলবেন । আপনি ভিতরে আর আমি বাইরে ।’
সন্দেশখালির তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘শাহানুর, মেহেদী হাসান, জাহাঙ্গীর, সাবধান । ভদ্র হন, গণতন্ত্র মেনে চলুন । যত পুকুর বুজিয়েছেন সব পুকুর আপনাদের দিয়ে খোড়াবো । আমি হিসাব নিতে জানি । আমি নন্দীগ্রাম চড়া লোক । লক্ষণ শেঠ কে হারানোর লোক । মমতা ব্যানার্জি, ওদের মালিক কে হারিয়েছি আমি । হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্টসহ হিসাব নেবো । ভরসা রাখুন ।’
দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, ‘বুথগুলোকে দুর্গ করুন । ৬ টা করে কেন্দ্রীয় বাইরে থাকবে প্রতি বুথে । আরো যা লাগে সব হবে । গুন্ডামি করতে দেব না । পঞ্চায়েতে ভোট দিতে পারেননি । হিসাব হবে? বদলা হবে? ইভিএম-এ বদলা হবে ? রেখাকে জিতিয়ে বদলা হবে তো ? সন্দেশখালির বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো ?’ পরিশেষে তিনি জানিয়ে দিয়ে যান যে প্রচার বন্ধের আগে শেষ সভা বিএসএ মাঠে হবে এবং তিনি ৪৫ মিনিট বক্তব্য রাখবেন ।।