এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৯ মার্চ : জেলে বন্দী মাফিয়া ডন সমাজবাদী পার্টির(এসপি) নেতা মুখতার আনসারি আজ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । উত্তরপ্রদেশের কারা বিভাগ জানিয়েছে, মুখতার আনসারি রাতে টয়লেটে পড়ে গেলে জেলের চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসা দেন। মাফিয়া ডন থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ৬০ বছর বয়সী মুখতার আনসারির বিরুদ্ধে ৬০টির বেশি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। আর ওই সমস্ত মামলার মধ্যে খুন ও দাঙ্গা সহ অনেক গুরুতর অপরাধে অভিযুক্ত মুখতার আনসারি । ২০০৮ সালে যোগী আদিত্যনাথের কনভয়ে হামলায় অভিযুক্ত ছিলেন মুখতার । বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাই হত্যার জন্য এমপি বিধায়ক আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল ৷ তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউপির বিভিন্ন আদালতে আটটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং বান্দা কারাগারে বন্দী ছিলেন । উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের জমানায় তার এতটাই দাপট ছিল যে মুখতার আনসারি জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন । মুখতার আনসারি মৌ সদর আসনের পাঁচবারের প্রাক্তন বিধায়ক ।
উল্লেখ্য,দুই দিনের মধ্যে এই দ্বিতীয়বার জেলের ভিতর মুখতার আনসারির স্বাস্থ্যের অবনতি হল। গত মঙ্গলবার আনসারির পেটে ব্যথার জন্য প্রায় ১৪ ঘন্টা বান্দার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং জেল প্রশাসন তাকে আবার কারাগারে নিয়ে যায়। এর আগে তার ভাই ও গাজীপুরের সাংসদ আফজাল আনসারি তাকে জেলে বিষ প্রয়োগের অভিযোগ করেছিলেন। আনসারির মৃত্যুর পর উত্তরপ্রদেশের লখনউ, গাজিপুর ও বারাণসীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে । প্রয়াগরাজ, মৌ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ।।