এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট(উত্তর চব্বিশ পরগনা), ২৭ মার্চ : সন্দেশখালীর ‘ত্রাস’ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নিত্যান্ত সাধারণ ঘরের হিন্দু গৃহবধূকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের প্রার্থী করেছে বিজেপি । স্থানীয় এলাকার এক বধু প্রার্থী হওয়ায় মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে ব্যাপক উন্মাদনা । তারই প্রতিফলন দেখা গেল আজ বুধবার । এদিন রেখা পাত্র নিজের এলাকা সন্দেশখালিতে আসতেই তাকে ঘিরে ধরে উচ্ছ্বাসে ভেঙে পড়ে সাধারণ মানুষ । সাধারণ ঘরের এক গৃহবধূকে দেখার জন্য উত্তর ২৪ পরগনা জেলার ধামাখালি ও সন্দেশখালি ফেরিঘাটে মানুষের কার্যত ঢল নামে । বহু মহিলাকে সেই ভিড়ের মধ্যে দেখা গেছে । সন্দেশখালিতে পা রেখেই প্রথমে কালীমন্দিরে পূজো দেন রেখা পাত্র । মন্দিরে ধীরে ছিল মহিলা পুরুষদের ঢল । বিজেপি প্রার্থীকে উলু এবং শঙ্খ ধ্বনিতে স্বাগত জানান অগণিত মহিলারা৷
আর এর ফলে প্রমাদ গুনছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । রাজনৈতিক ধারে ও ভারে তৃণমূল বা সিপিএমের প্রার্থীদের ধারেকাছে নন রেখা পাত্র । কিন্তু বিজেপির মাস্টার্স ট্রোকে সিঁদূরে মেঘ দেখছে তৃণমূল ও সিপিএম । উত্তর চব্বিশ পরগনা জেলায় এখন তাদের ভরসা বলতে মূলত মুসলিম ভোট ব্যাংক বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল । কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু বোর্ড ব্যাংক বিজেপির দিকে চলে যাওয়ায় হিন্দু ভোট কাটাকাটির সুফল এবারে তারা পাবে না বলে মনে করা হচ্ছে ।
এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন রেখা পাত্রের সঙ্গে কথা বলেন । সেই কথোপকথনের অডিও তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । আর এই কথোপকথনের পরেই রাজ্যের রাজনীতির লাইম লাইটে চলে আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র । এদিকে সম্প্রতি মমতা ব্যানার্জিকে নিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে ও তার দলকে ‘নারী বিদ্বেষী’ হিসেবে তুলে ধরার তৃণমূল রাজনৈতিক কৌশলও ধোপে টেকেনি ।।