হাসি আছে – মজা আছে
কিছু তাজা সুখ ও আছে-
উপচে পরা আনন্দ আছে-
যত কিছু ভালো ভালো…
আমার কাছে .. সবই আছে…
লাগলে বলো ভাই…
টাকা কড়ি র যে..
কোনো দরকার নাই…
আমি নিজেরই ঢাক
নিজে বাজাই…
কোনো লজ্জা নাহি পাই…
সোনা দানা র যে…
কোনো দরকার নাই…
ঝুলি আমার বেবাক ফাঁকা-
সোজা দেখি.. দেখি না বাঁকা…
যত দুঃখ কষ্ট নিয়ে এসো-
মোহর চাই না ভাই…
চোখের জলের বিনিময়ে
স্বপ্ন বেচি তাই…
পথেই করি বিকিকিনি…
কেউ অচেনা-
কারেও বা চিনি…
দু হাত দিয়ে-
মন ভরিয়ে-
যা আছে দেবো ভাই…
হীরা জহরতের
কোনো দরকার নাই…
এসো সবাই একে একে
নাও সুখ এক পলকে…
মজা নাও গো মুঠো ভরে…
আনন্দ টা পাতায় মুড়ে…
যা আছে সব ভাগ করে-
সবই যে তোমাদের তরে…
নিয়ে নাও ভাই…
তোমার দুঃখ টা
যাওয়ার সময়
দিয়ে যেও ভাই…
করো না গো লম্ফঝম্প
হবে আমার হৃদকম্প…
রসিক কিন্তু বড়ই ভিতু…
অামার কাছে ছ’টা ঋতু ই
চিরবসন্ত হায়…
বাউল ফকিরের …
এমনি করেই জীবন কেটে যায়…