এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৭ জুন : ঝড় বৃষ্টির সময় গঙ্গায় স্নান করছিল দুই বন্ধু । সেই সময় একজন স্রোতের টানে তলিয়ে গেলে অপরজন তাকে বাঁচাতে যায় । কিন্তু শেষ পর্যন্ত গঙ্গার প্রবল স্রোতে দুই বন্ধুই তলিয়ে যায় । সোমবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে । বিষয়টি ঘাটের আশেপাশে থাকা লোকজনের নজরে পড়ে গেলে কয়েকজন সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে । কিন্তু শেষ রক্ষা হয়নি । বেশ কিছুক্ষন পর স্থানীয় বাসিন্দারা মতিয়ার রহমান (১৭) ও আলী বক্স(১৬) নামে ওই দুই কিশোরের দেহদুটি গঙ্গার জল উদ্ধার করে । পরে হাওড়া থানার পুলিশ এসে মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।
জানা গেছে, মতিয়ার রহমানের বাড়ি টিকিয়াপাড়ায় । তার বন্ধু আলী বক্স শিবপুরের বাসিন্দা । এদিন বিকেলে অনান্য বন্ধুদের সঙ্গে শিবপুরে রামকৃষ্ণপুর ঘাটে স্নান করতে গিয়েছিল দুই বন্ধু । সেই সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় । এদিকে তখন গঙ্গায় ভাটা চলছিল । মতিয়ার ভাটার স্রোতের টানে ঘাট থেকে বেশ কিছুটা দূরে চলে যায় ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোর সাহায্যের জন্য তার বন্ধুকে ডাকাডাকি করে । তখন বন্ধুকে বাঁচাতে একটা থার্মোকলের বাক্স নিয়ে সাঁতার কেটে তার কাছে পৌঁছনোর চেষ্টা করে আলী বক্স । কিন্তু আলী যেতেই আতঙ্কে তাকে জড়িয়ে ধরে মতিয়ার । ওই অবস্থাতে দু’জনে মাঝ গঙ্গায় চলে যায় । তখন গঙ্গার ঘাটে বেশ কিছু লোকজন ছিলেন । বিষয়টি নজরে পড়তেই ৭-৮ জন যুবক গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই দুই কিশোরের কাছে পৌঁছনোর চেষ্টা করে । কিন্তু তার আগেই দুই কিশোর স্রোতের টানে তলিয়ে যায় ।
জানা গেছে, প্রায় আধঘন্টা ধরে খোঁজাখুঁজির পর দুই কিশোরকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় যুবকরা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ । পুলিশ দুই কিশোরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । আলী বক্স ও মতিয়ার রহমান দু’জনের কেউই ভালো সাঁতার না জানার কারনেই এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান স্থানীয়দের । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।