এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৬ মার্চ : বেলুচিস্তান প্রদেশের “তোরবাত” অঞ্চলে “সাদিক” নামে পরিচিত পাকিস্তানের নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মির যোদ্ধারা । তাতে অন্তত চারজন যোদ্ধা শহীদ হয়েছেন বলে খবর । পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে সোমবার রাতে হামলাটি হয়েছিল এবং সামরিক ঘাঁটিতে প্রবেশের আগে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়।
নিরাপত্তা সূত্র সিনহুয়া নিউজ এজেন্সিকে বলেছে যে হামলাকারীরা হালকা অস্ত্র ও গ্রেনেড নিয়ে এই সামরিক কেন্দ্রে হামলা চালায় । এই সূত্রগুলির অনুসারে, আক্রমণকারীরা পাকিস্তান নৌবাহিনীর ঘাঁটিতে প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়।সূত্রগুলো হামলাকারীর সংখ্যা ছয় বলে ঘোষণা করেছে। এই হামলার পর পাকিস্তানি সেনারা এই ঘাঁটির কাছে তল্লাশি অভিযান শুরু করেছে। পাকিস্তানি কর্মকর্তারা এই হামলায় নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য হতাহতের বিষয়ে কিছু বলেননি। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানে তাদের হামলা বাড়িয়েছে। গত সপ্তাহে বেলুচিস্তান লিবারেশন আর্মির আট যোদ্ধা এই দেশের দক্ষিণ-পশ্চিমে বন্দর নগরী গোয়াদরে অবস্থিত একটি সরকারি ভবনে হামলা চালায়। এই হামলায় আট হামলাকারী ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়।।