এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৫ মার্চ : প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ‘বাউন্সার’ দিয়ে খেলা ঘোরানোর হুঙ্কার দিলেন দিলিপ ঘোষ । রবিবার বিজেপির দ্বিতীয় তালিকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হিসাবে দিলিপ ঘোষের নাম দেখতে পাওয়া যায় । আর আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা হতেই আজ সোমবার থেকে প্রচার অভিযানে নেমে পড়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি । এদিন পূর্ব বর্ধমানের শক্তিগড় থেকে বর্ধমান শহর পর্যন্ত বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন দিলিপ ঘোষ । তার আগে গলসি বিধানসভার উড়া গ্রামে বজরংবলী মহোৎসবেও যোগ দেন বিজেপির প্রার্থী।
প্রচারের শুরুতেই তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার প্রার্থীকে একের পর এক ‘বাউন্সার’ দিয়ে খেলা নিজের নিয়ন্ত্রণে আনার হুঙ্কার দিলেন তিনি । দিলিপবাবু বলেন,’আমি এসে গেছি । আমি জানি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ । এবার একের পর এক বাউন্সার দেবো । ছক্কা মেরে সবাইকে মাঠের বাইরে বের করে দেবো । মেদিনীপুরের পিচ আমার নিজের হাতে তৈরি । বর্ধমানে অচেনা পিচ হলেও এখান্স ব্যাটসম্যান আমিই।’
বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম দিলিপ ঘোষ । এমনিতেই বর্ধমান-দুর্গাপুর আসনটি বিজেপিরই দখলে আছে । তার উপর দিলিপ ঘোষের মত একজন হেভিওয়েট প্রার্থীকে পেয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল তুঙ্গে । তারই প্রতিফলন দেখা গেল আজকে বিজেপির বাইক র্যালিতে । র্যালিতে ‘হাউ ইজ দ্য জোশ/ দিলীপ ঘোষ’ শ্লোগান ওঠে । অন্যদিকে নাম ঘোষণার পর ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রচারের ময়দানে নেমে পড়েছেন । কিন্তু তাকে প্রার্থী হিসাবে তৃণমূলের অন্দরেই রয়েছে অস্বস্তি । শাসকদলের প্রচারে তেমন ঝাঁঝ লক্ষ্য করা যাচ্ছে না । রাজনৈতিক অভিজ্ঞমহলের অনুমান যে প্রার্থী নিয়ে অসন্তোষের আরনে তৃণমূলের ভোটের একটা বড় অংশ বিজেপির ঝুলিতেই পড়বে ।।