এইদিন ওয়েবডেস্ক,ভাতার(,পূর্ব বর্ধমান),০৭ জুন : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের আসায় আংশিক লকডাউন চলছে । এই অবস্থায় সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে পথে নেমেছেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের প্রাথমিক স্কুল শিক্ষক শেখ জানে আলম । নিজে সংক্রমিত হওয়ার ভয় না করে তিনি এলাকার কোভিড আক্রান্ত ও দুঃস্থ পরিবারগুলিকে বিভিন্নভাবে সাহায্য করছেন । ওই শিক্ষকের এই কাজে উৎসাহ দিতে সোমবার ভাতার ব্লক প্রশাসনের তরফ থেকে তাঁর হাতে বেশ কিছু মাস্ক তুলে দেওয়া হল ।
ভাতারের রাধানগর গ্রামে বাড়ি শেখ জানে আলমের । তিনি স্থানীয় বড়কালী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন । জানে আলম জানিয়েছেন, তিনি জানতে পারেন কেউ করনো আক্রান্ত হলে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য সমস্যায় পড়ছে ওই রোগীর পরিবারকে । এছাড়া দিন আনা দিন খাওয়া মানুষের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের দু’বেলা ঠিকমত খাবার জুটছে না । তাই এলাকার ওই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ‘করোনা যোদ্ধা’ হিসাবে কাজ করার জন্য তিনি ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন । প্রশাসন তাঁর সেই আবেদন মঞ্জুর করেছিল ।
জানা গেছে,প্রশাসনের কাছ থেকে করোনা যোদ্ধা হিসাবে কাজ করার ছাড়পত্র পেয়েই এলাকার অসহায় মানুষের সাহায্যার্থে পথে নেমে পড়েন ওই শিক্ষক । নিজের বাইকে চড়ে কখনও দুধ মাংস বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন । কখনও বাড়িতে ওষুধ পৌছে দিচ্ছেন তিনি । এমনকি নিজের খরচে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে এলাকার দুঃস্থ পরিবারগুলির হাতে তুলে দিয়ে আসছেন শেখ জানে আলম । তাঁর তার এই সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকরা ।
ভাতার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরবিন্দ পাল বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেও শেখ জানে আলম নামে ওই শিক্ষক যে সামাজিক দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয় । তাই ওনাকে সম্মান জানাতে ও সচেতনতামূলক কাজে উৎসাহ দিতে বিডিও সাহেবের নির্দেশে এদিন ওই শিক্ষকের হাতে বেশকিছু মাস্ক তুলে দেওয়া হয়েছে । আমরা ওনার পাশে আছি ।’।