এইদিন ওয়েবডেস্ক,উজ্জয়িন,২৫ মার্চ : আজ সোমবার সকালে মধ্যপ্রদেশের উজ্জাইনে অবস্থিত মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । হোলি খেলতে মন্দিরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল মন্দিরে । মন্দিরের গর্ভগৃহে মহাদেবের ভস্ম আরতির সময় প্রদীপের উপর আবির পড়লে তা থেকে আগুনের সুচনা হয় । পুরোহিত সহ মোট ১৩ জন শ্রদ্ধালু অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে । অগ্নিদগ্ধদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুরোহিত ও সেবক মিলে ৬ জনকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে । তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে ।
চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন,ভস্ম আরতির সময় মন্দিরে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। সবাই মহাকালের সঙ্গে হোলি উদযাপন করছিল। সেই সময় পেছন থেকে কেউ আরতি করা পুরোহিতের গায়ে কেউ আবীর ঢেলে দেয়। সেই আবীর এসে পড়ে জ্বলন্ত প্রদীপের উপর। তারপর হঠাৎ গর্ভগৃহে আগুন ছড়িয়ে পড়ে । সম্ভবত আবিরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন লেগেছে বলে তিনি অনুমান করছেন ।
ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান কালেক্টর নীরজ সিং এবং এসপি প্রদীপ শর্মা । এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মোহন যাদবের ছেলে ও মেয়েও মন্দিরে উপস্থিত ছিলেন বলে খবর । দুজনেই ভাস্মরতি দেখতে গিয়েছিলেন। তবে দুজনেই নিরাপদে আছেন ।।