এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মার্চ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টাকা ফেরত পেতে চলেছেন চিটফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীরা । হাইকোর্টের নির্দেশ মত ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’ একটি ওয়েবসাইট (www.rosevalleyadc.com) জারি করে রোজভ্যালির আমানতকারীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে । প্রথমে অল্প বিনিয়োগকারী এবং পরে বড় অঙ্কের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে । রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে পাওয়া ৮০০ কোটি টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে জমা আছে । তা থেকেই আমানতকারীদের টাকা মেটানো হবে । প্রসঙ্গত, ২০১৫ সালে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দিয়েছিল ।।