এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ মার্চ : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বামপন্থীদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় । কিন্তু এবারের ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফলে বামপন্থীরা ধুয়েমুছে সাফ হয়ে যেতে চলেছে । আজ রবিবার বিকেল পর্যন্ত ১,৪২১ টি ব্যালট পেপার গণনা করার পরে সভাপতি,সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক সহ ৪ টি আসনেই এগিয়ে রয়েছে এবিভিপি। সভাপতি পদে এবিভিপির উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন ৬২৬ ভোট। বামপ্রার্থী ধনঞ্জয় (বাম) পেয়েছেন ৪৭১ ভোট। সাধারণ সম্পাদকের পদে এবিভিপি প্রার্থী অর্জুন ৬৯৫ এবং বামপন্থী প্রিয়াংশি আর্য পেয়েছেন ৪৮৭ ভোট । যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থী গোবিন্দা পেয়েছেন ৭৩৪ এবং বামপন্থী প্রার্থীর সাজিদের পক্ষে পড়েছে ৪৪৮ ভোট । রাত্রি ৯ টার মধ্যে চুড়ান্ত ফলাফল সামনে আসবে বলে মনে করা হচ্ছে ।
চার বছর পর অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন নির্বাচনে শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ৭৩ শতাংশ ভোট পড়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। চার বছরের ব্যবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৭,৭০০ এরও বেশি নিবন্ধিত ভোটার গোপন ভোটের মাধ্যমে তাদের ভোট দেন ।।