এইদিন ওয়েবডেস্ক,ক্যানিং,২৪ মার্চ : দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের বিজেপির এক মন্ডল সভাপতির বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ রবিবার সকালে ঘটনাটি ঘটে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটরদিঘি অঞ্চলের শান্তা পাড়ায়। অভিযোগ যে তৃণমূলের দুই শতাধিক গুন্ডাবাহিনী বন্দুক, বোমা, রড এবং অন্যান্য অস্ত্র নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে ঢুকে তাকে বেদম মারধর করে । তিনি ছাড়াও ক্যানিং পূর্ব তিন নম্বর মণ্ডলের মণ্ডল সম্পাদক বিভাস মণ্ডলের উপরেও হামলা হয় বলে অভিযোগ । তাদের দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে এই ঘটনায় ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওলক মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হোসেন শেখের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে আক্রান্ত দলীয় নেতাদের ছবি পোস্ট করে লিখেছেন,’লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে রক্তপাত ফিরে এসেছে । ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপির কার্যকর্তারা তৃণমূলের গুন্ডাদের দ্বারা নির্মমভাবে আক্রান্ত ও লাঞ্ছিত হয়েছেন । ক্যানিং পূর্ব বিধায়ক সওকত মোল্লা, যার খ্যাতি সন্দেশখালির শেখ শাহজাহানের মত,তার ঘনিষ্ঠ সহযোগী হোসেন শেখের এই জঘন্য অপরাধ করেছে ।’ শুভেন্দু অধিকারী লিখেছেন,ক্যানিং পূর্ব ৩ নম্বর মন্ডলের সম্পাদক ও সভাপতি যথাক্রমে বিভাস মন্ডল এবং সুব্রত দাস সহ আমাদের কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন । তাদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’
নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু অধিকারী আবেদন জানিয়েছেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, যদি তারা ২০২১ সালের ভোটের পরের সহিংসতার পুনরাবৃত্তি এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের রক্তপাত রোধ করতে চায়, এখনই কাজ করার সময় । দয়াকরে হোসেন শেখের মত লোকেদের জেলের ভিতরে রেখে মানুষকে রক্ষা করুন ।’
বিজেপির নেতাকর্মীদের উপর হামলার পাশাপাশি ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি, বুধোখালি, মধুখালি, পেতুয়া এলাকায় বিজেপির পক্ষ থেকে চুন করা দেওয়ালের দখল নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এমনিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে সেই সমস্ত দেওয়ালে লেখাও হয়েছিল বলে অভিযোগ । বিজেপি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি । শেষে তারা নির্বাচন কমিশনের দ্বারাস্থ হয় । আজ রবিবার কমিশনের লোকজন গিয়ে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেয় ।।