সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অস্ত্রপচারের শিবির হল আজ রবিবার৷ ভাতারের বলগোনা বাজারের শিশুদের একটা স্কুলে ওই শিবিরের আয়োজন করা হয় । সহযোগিতায় ছিল বর্ধমান লায়ন্স ক্লাব । এদিন দুই শতাধিক মানুষ চক্ষু ছানি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন । বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চোখের ছানি ও চোখ পরীক্ষার অস্ত্রপচারের জন্য নির্দিষ্ট সংখ্যক রোগীর নাম নথিভুক্ত করে রাখে উদ্যোক্তরা । পরে তাদের বর্ধমানে নিয়ে গিয়ে চোখের ছানির অস্ত্রপচার করা হবে বলে জানিয়েছেন গ্রুপ অ্যাডমিন মধুসূদন কোঁয়ার । বাকি রোগীদের গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
ভাতার ব্লক আপডেট খবর ২৪×৭ নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটির বয়স হল প্রায় পাঁচ বছর । সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এক হাজারের অধিক সদস্য রয়েছে ওই গ্রুপে । বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের আয়োজন করে আসছে গ্রুপের অ্যাডমিনরা । আজ এলাকার মানুষের চোখের ছানির অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয় ওই গোষ্ঠীর পক্ষ থেকে । আজকের শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং নার্স,পশ্চিমবঙ্গ রেশন ডিলার্স অ্যাসোশিয়েশনের কর্মকর্তা পরেশনাথ হাজরা, শেখ আব্দুল জব্বার, জয়ন্ত ধারা, শিশুমঙ্গলম বিদ্যালয়ের কর্ণধার পাইলট স্যার সহ গ্রুপের সদস্যরা ।।